Home » বসে আঁকো প্রতিযোগিতা উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলেবসে আঁকো প্রতিযোগিতা

বসে আঁকো প্রতিযোগিতা উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলেবসে আঁকো প্রতিযোগিতা

by admin

ত্রিপুরা  কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার আয়োজিত জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার অঙ্গ হিসেবে সম্পন্ন হলো বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়  উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে । রেড,গ্রীন ও সাদা এই তিনটি  গ্রুপে মোট ২২৯ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশ গ্রহণ করে । রেড গ্রুপ ছিলো মূলত দিব্যাঙ্গ শিক্ষার্থীদের জন্য । আজকের এই বসে আঁকো প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গোমতী জেলা পরিষদের সভাধিপতি  স্বপন অধিকারী ,উদয়পুর পুরপরিষদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার ,ত্রিপুরা কাউন্সিলের সহ সম্পাদক সুব্রত গাঙ্গুলী, উদয়পুর শিশু কল্যাণ পারিষদের  সভাপতি ও সম্পাদক যথাক্রমে   প্রাক্তন সৈনিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক  সমীর চক্রবর্তী, দুলাল কর।সহ সম্পাদক অম্লান চৌধূরী, সদস্য ডা: স্বপন দাস,চয়ন কর,দুলাল গোপ, সম্পা চৌধূরী সরকার, সৌমিত্র চক্রবর্তী সহ অন্যান্য ব্যক্তি বর্গ । অবিভক্ত গোমতী জেলার বিভিন্ন মহকুমা থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য  বিভিন্ন গ্রুপের প্রতিযোগিতায় শিকার্থীরা অংশ গ্রহণ করে । প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দের মধ্যে  ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ।

You may also like

Leave a Comment