Home » পুলিশের সাফল্যের বৃত্তান্ত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরলেন খোয়াই জেলার পুলিশ

পুলিশের সাফল্যের বৃত্তান্ত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরলেন খোয়াই জেলার পুলিশ

by admin

শুক্রবার নেশা বিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধ মূলক ঘটনায় পুলিশের সাফল্যের বৃত্তান্ত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরলেন খোয়াই জেলার পুলিশ সুপার ড.রমেশ যাদব। এই দিন জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার ডঃ রমেশ যাদব জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার যে অভিযান তারই অঙ্গ হিসাবে গতকাল খোয়াই জেলায় দুটো মামলা নথিভুক্ত হয়েছে। একটি মামলা নথিভুক্ত হয়েছে মুঙ্গিয়া কামি থানায়। গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া এসডিপিওর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম চেকিং এ বসে। সংবাদের ভিত্তিতে পাথর বহনকারী একটি লরিকে আটক করা হয়। এবং তাতে তল্লাশি চালিয়ে ৯৯৭৫টি এস কফ সিরাফ এবং ফেনসিডিল এর বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় লরি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। অপর ঘটনাটি ঘটে খোয়াই থানাধীন চেরমা এলাকায়। একটি নাম্বার বিহীন মারুতি সুজুকি গাড়িকে আটক করে তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা।খোয়াই থানায় এ বিষয়ে একটি মামলা লিপিবদ্ধ হয়। এসপির বক্তব্য অনুযায়ী জানা যায় যে ফেনসিডিল বুঝায় গাড়িটি মিজোরাম থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল। অপরদিকে চম্পক নগর থেকে গাজা নিয়ে কমলপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এক নতুন মারুতি সুজুকি গাড়ি। জেলা পুলিশ সুপার ডঃ রমেশ যাদব তিনি আরো জানান নেশা বিরোধী অভিযান ব্যতীত অপরাধ জনিত বিভিন্ন ঘটনায় সাফল্য পেয়েছে খোয়াই জেলা পুলিশ। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন 2016 এর 9 মে তেলিয়ামুড়া থানায় নাবালিকাকে গণ দর্শন এবং খুনের মামলা লিপিবদ্ধ হয়। আই ও ছিলেন আইপিএস অফিসার লাকি চৌহান। উনার অক্লান্ত পরিশ্রমে শেষমেষ ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন অপরাধীর মৃত্যু হয় একজন জুভিনাল আইনে আটক হয়। অন্য অভিযুক্তরা খালাস পেলেও সালফা জমাতিয়া নামে এক যুবককে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করে ২০ বৎসর ছশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন। এ দিনের সাংবাদিক সম্মেলনে এসপি রমেশ যাদব ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার প্রবীর পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

You may also like

Leave a Comment