প্রতিনিধি,গন্ডাছড়া ৩ অক্টোবর:- আলোকচিত্রী ডক্টর শ্রীমন্ত রায়, যার আর একটা পরিচয় গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়-এর বাংলার সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার তোলা একটি পাখির ছবি সম্প্রতি নেদারল্যান্ডের Queer Nature Photography Awards 2024-এ প্রথম ১০ জন ফাইনালিস্টের মধ্যে স্থান পেয়েছে। ছবিটি পশ্চিমবঙ্গের পূর্বস্থলীতে তোলা I এ বিষয়ে কর্তৃপক্ষ ওনাকে ইমেইল করে জানিয়েছেন এবং এই ছবি বিষয়ে ও রহস্যময়ী প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিয়ে আরো কিছু তথ্য তার কাছ থেকে জানতে চেয়েছেন I প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো প্রথম তিনজন স্থানাধিকারীর তালিকা কর্তৃপক্ষ আগামী ১৭-ই অক্টোবর নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত ফটোগ্রাফি এক্সিবিশনে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। বুধবার রাতে তারা শ্রীমন্ত বাবু সহ বাকি ৯ জন ফাইনালিস্টকেও এক্সিবিশনে যাওয়ার জন্য তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আসা-যাওয়ার টিকিট পর্যন্ত উপহার দিয়েছেন I এ বিষয়ে অধ্যাপক মহাশয়ের কাছে জানতে চাইলে তিনি জানান এ ধরনের প্রাপ্তি উনার কাছে স্বপ্নের মত মনে হয় I এত বড় স্বীকৃতি তাকে আরো অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন I তিনি প্রতিবারের মতো এবারও বলেন যখন কোন প্রদর্শনীতে তার নামের পাশে ভারতবর্ষ বা ইন্ডিয়া লেখা থাকে তখন গর্বে তার বুক ভরে যায়। আর এটাই তার কাছে সব থেকে বড় সম্মান ও পাওনা বলে তিনি মনে করেন I তিনি আশাবাদী আগামী প্রজন্ম কু-নেশার কবল থেকে বেরিয়ে আসবে এবং এমন কোন রুচিশীল নেশার বসবর্তী হয়ে সৃজনশীল সৃষ্টির মাধ্যমে তারা আন্তর্জাতিক স্তরে নিজেদের সুনাম অর্জন করবে I সবশেষে তিনি এই ছবি তোলার সময় উপস্থিত তার স্ত্রী নিশিতা ভৌমিক ও নৌকার মাঝি রতন প্রামাণিক’কে ধন্যবাদ জানাতে ভুলেননি। তার এই প্রাপ্তিতে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের সহকর্মী ও ছাত্রছাত্রীরা খুবই খুশি। এর জন্য শ্রীমন্ত বাবু তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন I
89
previous post