ধর্মনগর প্রতিনিধি।
কয়দিন বিরতির পর ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল বাজারিছড়ার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ।জানা গেছে বৃহস্পতিবার সকালে এএস(জিরো ওয়ান)কিউসি(ওয়ান জিরো সেভেন সিক্স)নম্বরের একটি ওনলাইন সামগ্রী বোজাই কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরার যাবার উদ্দেশ্যে চুরাইবাড়িতে পৌছালে গাড়িটিতে দলবল নিয়ে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি।এতে বিভিন্ন প্যাকেটজাত সামগ্রীর আড়াল থেকে দশ কার্টুনে ষোল`শ বোতল নেশা জাতিয় এস্কাফ কফ সিরাফ উদ্ধার হয়।যার কালোবাজারী মুল্য অনুমানিক পনেরো লক্ষাধিক টাকার মত হবে।এ কান্ডে জড়িত থাকার দায়ে গাড়ি চালককে আটক করেছে পুলিশ।ধৃতের নাম রাজেশ কুমার।বাড়ি বিহারে।পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।তাকে রাতভর থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদের পর ধৃতকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য এ রুট ধরে গত দীর্ঘদিন ধরে ব্যাপক পরিমান নেশা সামগ্রী ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের অভিযোগ রয়েছে।এতে সময়ে সময়ে পুলিশি অভিযানে নেশা সামগ্রী সহ পাচারকারি ধরা পড়লেও ব্যাপক পাচার বাণিজ্যে লাগাম টানা সম্ভবপর হয়ে উঠছে না।কেননা পুলিশের পক্ষে প্রতিটি গাড়িতে চিরুনি তল্লাশি সম্ভব নয়।ফলে এ রুটকে অনেকটা সেফ জোন হিসাবেও ব্যবহার করছে বিশেষ পাচার চক্র।এতে একটি গাড়ি ধরা পড়লে অন্যটি পার পাচ্ছে বলে স্পষ্ট ধারনা করা হচ্ছে।উক্ত গেট দিয়ে নেশা সামগ্রী পাচার বন্ধ করতে এখানে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন স্থাপনের জোরালো দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।এতে অনেকটা ঝুট ঝামেলা থেকে রেহাই পাবেন বিভিন্ন দুরপাল্লার চালকরা,পাশাপাশি ভিড় কমবে আন্ত:রাজ্য সীমান্ত চেক গেটে।
কন্টেনার গাড়ি থেকে পনেরো লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত বাজারিছড়ার চুরাইবাড়িতে।ধৃত এক।
124