Home খেলাধুলা নারী ক্রিকেটারদের সংবর্ধিত করে সিপাহীজলা প্লে সেন্টার

নারী ক্রিকেটারদের সংবর্ধিত করে সিপাহীজলা প্লে সেন্টার

by admin
0 comment 99 views

 প্রতিনিধি, বিশালগড়, ৩ জুন।। বিশালগড় মহকুমার
সিপাহীজলা প্লে সেন্টারের পক্ষ থেকে রাজ্যের সনামধন্য নারী ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সিপাহীজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ক্রিকেটের কোচ রুমা দাস, নির্বাচক নিবেদিতা দে, ফিজিও পাপিয়া, মিষ্টি, ক্রিকেটার অম্বিকা প্রমুখ। মহিলা ক্রিকেটের বিসিসিআই স্তরের সাপোর্ট স্টাফ ক্রিকেটার যারা ইস্ট জোনে অংশ নিয়েছে তাদের সংবর্ধিত করা হয়। এদিন ক্রিকেটার অন্নপূর্ণা দাস, রিজু সাহা, সুরভী রায়, ইন্দু জমাতিয়া, মৌচাইটি দেবনাথ, প্রিয়াঙ্কা আচার্যী এবং সাপোর্ট স্টাফ কোচ শ্রাবণী দেবনাথ, ম্যানেজার শিল্পী দেববর্মা, ফিজিও হিরালী দেববর্মা কে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সিপাহীজলা প্লে সেন্টারের সকল ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। সনামধন্য নারী ক্রিকেটারটা তাদের ক্রীড়া জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। সিপাহীজলা প্লে সেন্টার সচিব সৈকত লস্কর জানান সনামধন্য নারী ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জীবনের অভিজ্ঞতা শেয়ার এবং পরামর্শে এই সেন্টারের খুদে খেলোয়াড়েরা সমৃদ্ধ হয়েছে। বর্তমানে এই সিপাহীজলা প্লে সেন্টারে ৫৬ জন নিয়মিত প্রেকটিস করে। এরমধ্যে ৩৫ জন মেয়ে রয়েছে ।

Related Post

Leave a Comment