Home ত্রিপুরা লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন এ আরও অভেদানন্দ বৈদ্য।

লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন এ আরও অভেদানন্দ বৈদ্য।

by admin
0 comment 78 views

শান্তিরবাজার প্রতিনিধি :আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জোলাই বাড়ি এবং শান্তির বাজার দুটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয়ে। সকাল ৮ থেকে ভোট গণনা পড়বো শুরু হবে। জানা যায় পূর্ব ত্রিপুরা আসনে জোলাই বাড়ি বিধানসভা কেন্দ্রে মোট ৬০টি বুথ রয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনের শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে ৬৪ টি বুথ রয়েছে। গণনা কেন্দ্রে ১৪ টি টেবিলের মাধ্যমে গণনা শুরু হবে সকাল ৮ থেকে। প্রথমে বেলেট পেপারের গণনা শুরু হবে তারপরে ইভিএম। গণনা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।পাক প্রস্তুতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এআর ও অবেদানন্দ বৈদ্য জানান কঠোর নিরাপত্তার মধ্যে গণনা সম্পন্ন করা হবে।

Related Post

Leave a Comment