প্রতিনিধি, বিশালগড় , ৩ জুন।। লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব সম্পন্ন করতে প্রস্তুত সিপাহীজলা জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের গাইডলাইন মোতাবেক যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে। সোমবার বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলাশাসকের কক্ষে সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলাশাসক তথা জেলার ডি ই ও নাগেশ কুমার বি। সাংবাদিক সম্মেলনে ছিলেন অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে এবং নির্বাচনী পর্যবেক্ষক ভূপেশ চৌধুরী। ত্রি _স্তরীয় নিরাপত্তার বলয়ে মোড়া থাকবে জেলার তিনটি গননা কেন্দ্র। সিপাহীজলা জেলার তিনটি স্থানে যথাক্রমে জম্পুইজলা মহকুমা শাসক অফিস, বিশালগড় মহকুমা শাসক অফিস এবং সোনামুড়া বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হবে লোকসভা নির্বাচনের গণনা। সিপাহীজলা জেলায় নয়টি বিধানসভা কেন্দ্রের জন্য পাঁচ জন পর্যবেক্ষক নিযুক্ত রয়েছেন। পাঁচজন অবজারভার হলেন ভূপেশ চৌধুরী, দেবযানী ভট্টাচার্য, সুনীল দত্ত, রাকেশ রজৌরিয়া এবং মহেন্দ্র কুমার। থাকবে মাইক্রো অবজারভার কাউন্টিং অবজারভার। থাকবে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং এজেন্ট সহ নিরাপত্তা কর্মী। সিপাহীজলা জেলায় সর্বমোট ভোটার ছিল চার লক্ষ ৭ হাজার ৬৫৫ জন। ভোট পড়েছে তিন লক্ষ ৪০ হাজার ১৬৮ টি। ভোটের পার্সেন্টেজ ছিল ৮৩.৪৫ শতাংশ। নলছড়ে সিপাহীজলা জেলায় সর্বাধিক ৮৭ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ৭৭ শতাংশ ভোট পড়েছে টাকারজলা বিধানসভা কেন্দ্রে। গননা পরবর্তী সময়ে জেলার সকল নাগরিকের প্রতি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান জেলা শাসক। তিনি বলেন সোমবার সন্ধ্যা পাঁচটা থেকে ৫ জুন সকাল ৬ টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। গননা কেন্দ্রে পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কাউন্টিং এজেন্টদের প্রবেশের ক্ষেত্রে কমিশনের গাইডলাইন বুঝিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে সবগুলি থানার ওসি কে নির্দেশ দেয়া হয়েছে।
112