প্রতিনিধি,গন্ডাছড়া ৩ মে:- গন্ডাছড়া বাজারে নান্টু বণিকের জুয়েলার্স দোকানে দুঃসাহসিক চুরি ,আতঙ্কিত ব্যবসায়ী মহল। ঘটনার বিবরণে জানা যায় গন্ডাছড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী নান্টু বণিক প্রত্যেক দিনের ন্যায় বৃহস্পতিবারও ব্যবসা-বাণিজ্য শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে। পরদিন অর্থাৎ শুক্রবার সকালে যথারীতি দোকান খুলতে এসে দেখে তার দোকান ঘরের পেছনের দরজা ভাঙ্গা। শুধু তাই না ঘরের বেশ কিছু জায়গা জুড়ে টিনের বেড়া কাটা। চোরের দল পেছনের দরজা দিয়ে দোকানে প্রবেশ করে বেশ কিছু সময় তাণ্ডবলীলা চালিয়ে নগদ প্রায় বিশ হাজার টাকা সহ বেশ কিছু অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনাটি তিনি গন্ডাছড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তরুন দেবনাথকে জানান। পাশাপাশি গন্ডাছড়া থানা’কে অবগত করা হয়। থানার পুলিশ ছুটে এসে ঘটনা তদন্তে নামে। উল্লেখ্য গত লক’ডাউনের এরপর থেকে গন্ডাছড়া বাজারে তেমন কোন বড় ধরনের চুরির ঘটনা লক্ষ্য করা যায়নি। কেন না লক’ডাউন থেকে গন্ডাছড়া বাজারে পুনরায় রাতে পাহারাদারের ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকে তেমন কোন চুরির ঘটনা না ঘটলেও গতরাতের চুরি কাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। গন্ডাছড়া থানার পুলিশ কোয়াটার বাউন্ডারি লাগোয়া দোকানে চোরের দল এত বড় চুরির ঘটনা সংঘটিত করলেও পুলিশ বাবুদের কোন হোসনি। এ
131