প্রতিনিধি,বিশালগড়,।। অবশেষে পুলিশের জালে উঠলো কুখ্যাত নেশা কারবারি মামন মিয়া। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। দীর্ঘ সাত মাস পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার রাত আড়াইটায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে তুলে আনে পুলিশ। জানা যায় ২০২৩ সালের ৩০ অক্টোবর বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকার মামুন মিয়ার বাড়ি থেকে ১০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছিলো পুলিশ। নেশা সামগ্রী উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পরদিন থেকে পলাতক মামন মিয়া । দীর্ঘ প্রায় সাত মাস পর শুক্রবার রাতে সিপাহীজলা জেলা গোয়েন্দা বিভাগের এমটিও অশোক দেববর্মা, এস আই অনিমেষ পাল বিএসএফ, টি এস আর জওয়ান এবং বিশালগড় মহিলা থানার পুলিশ হানা দেয় পুটিয়া এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে। গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল মামুনের শ্বশুর ফিরোজের বাড়িতে অবস্থান করছেন সে। যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়ে মামন মিয়া। বিশালগড় থানায় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত ছিল । শনিবার দুপুরে ধৃত মামনকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে তদন্তকারী অফিসার । তিনদিনের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত । ওসি রানা চ্যাটার্জি জানান জিজ্ঞাসাবাদ চলছে। অবৈধভাবে নেশাসামগ্রী মজুত কান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
114
previous post
বিশালগড়ে বামপন্থী কুৎসার জবাবে যুব মোর্চার বিক্ষোভ মিছিল
next post