প্রতিনিধি, বিশালগড় , ।। বাবার বকুনিতে আত্মহত্যার পথ বেছে নেন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র। ঘটনাটি ঘটে চড়িলাম কালীটিলা এলাকায়। আত্মঘাতী ছাত্রের নাম অমিত রায় । চলতি বছরের চড়িলাম অটল বিহারি বাজপেয়ী হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় অমিত। মোট নম্বরে পাশ করলেও একটি বিষয়ে মাত্র এক নম্বরের জন্য ব্যাক আসে। ইতিমধ্যে বছর বাঁচাও প্রকল্পে উক্ত বিষয়ে পরিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। গত সোমবার পরিক্ষার খারাপ ফলাফল নিয়ে কথা বলেন অমিতের বাবা জীবন রায়। সহপাঠীদের রেজাল্টের সঙ্গে ছেলের রেজাল্টের তুলনা করে রেজাল্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অমিতের বাবা। আর এতেই অভিমান করে ফসলের জমির আগাছা ধ্বংস করার রাসায়নিক খেয়ে নেয় অমিত। বিষয়টি নজরে আসতেই অমিতকে বিশালগড় মহকুমা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রেফার করা হয় হাঁপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে । পাঁচ দিন জীবন মরনের লড়াই করেছে অমিত। অবশেষে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে অমিত। শনিবার বিকালে মৃতদেহ চড়িলামের বাড়িতে এলে পাড়াপড়শি আত্মীয়পরিজনরা কান্নায় ভেঙে পড়ে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা অমিতের মা বাবা। ছাত্রের অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
72
previous post