Home » ভোট গণনা কে কেন্দ্র করে জেলাশাসক ও পুলিশ সুপারের যৌথ সাংবাদিক সম্মেলন

ভোট গণনা কে কেন্দ্র করে জেলাশাসক ও পুলিশ সুপারের যৌথ সাংবাদিক সম্মেলন

by admin

প্রতিনিধি , উদয়পুর :- আগামী ৪ঠা জুন গোটা দেশের সাথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের গোমতী জেলার চারটি বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটের গণনা অনুষ্ঠিত হবে উদয়পুর রমেশ স্কুলে । এই নিয়ে শনিবার বিকেল পাঁচটায় গোমতী জেলাশাসকের কনফারেন্স হলঘরে যৌথ সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা ও গোমতী পুলিশ সুপার নমিত পাঠক। এছাড়া সাংবাদিক সম্মেলনে ছিলেন , মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য , চারটি বিধানসভা কেন্দ্রের আর ও সহ প্রমূখ। সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা শাসক বলেন , জুনের ৪ তারিখ সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা । এই গণনাকে কেন্দ্র করে উদয়পুর – সাব্রুম ও কাকড়াবন সড়কে তৈরি করা হয়েছে বাঁশের তৈরি বেরিগেইট । এর ফলে জুনের ৩ তারিখ সন্ধ্যা ছয়টা থেকে ৫ তারিখ সকাল ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে । গণনা কেন্দ্রের বাইরের ৩০০ মিটারের মধ্যে । সেই সাথে এই সকল রাস্তার মধ্যে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে । সেজন্যে উদয়পুরের সাথে দক্ষিণ ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা যাথে থমকে না যায় সেজন্যে আগরতলা থেকে বিলোনিয়া , শান্তির বাজার এবং সাব্রুম সড়কের যানবাহন টেপানিয়া , শালগড়া জামজুরি ও চন্দ্রপুর হয়ে যাতায়াত করবে । অপরদিকে অমরপুর থেকে আগরতলা যাওয়া দূরপাল্লার যানবাহন গাড়ি গুলি ব্রম্মাবাড়ী হয়ে নিউটাউন রোড, জামতলা ও সুভাষ ব্রিজ হয়ে আগরতলায় যাওয়ার রোড ম্যাপ তৈরি করেছে ট্রাফিক দপ্তর । অপরদিকে কাকড়াবনের সাথে সঠিক রাখার জন্য ঐ সকল সড়কের যানবাহন গুলি মাতারবাড়ি রেলস্টেশন দিয়ে যাতায়াত করবে বলে জানান জেলা শাসক । এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলি ভোট গণনার দিন তাদের জমায়েতের স্থান করা হয়েছে উদয়পুর জগন্নাথ চৌহমুনিতে। সেই সাথে শাসক দল বিজেপি জন্য সোনামুড়া চৌহমুনীতে । সব মিলিয়ে গণনার দিন কোন ধরনের যাতে রাজনৈতিক সংঘর্ষ না হয় সেদিকে লক্ষ্য রেখে গোমতী জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানান সর্বাত্মকভাবে পুলিশ তৈরি থাকবে কোন ধরনের সংঘর্ষ যাতে না ঘটে গোমতী জেলায়। এমনটাই সাংবাদিক সম্মেলনে আশ্বস্ত করেন গোমতি জেলা পুলিশ সুপার ।

You may also like

Leave a Comment