Home » তীব্র দাবদাহ কে মাথায় নিয়ে মানুষের মধ্যে পৌঁছে গেলেন প্রণজিৎ

তীব্র দাবদাহ কে মাথায় নিয়ে মানুষের মধ্যে পৌঁছে গেলেন প্রণজিৎ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-গ্রীষ্মের এই তাপদাহের অসহ্য গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে ভারতের জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।এই গ্ৰীষ্মে অসহ্য তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে । পথ চলতি মানুষ তৃষ্ণার্ত। এই অবস্থায় গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টির আর কে পুর বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অংশে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জলছত্রের আয়োজন করেছেন। বুধবার গোমতী জেলা হাসপাতাল সংলগ্ন টেপানিয়া রাস্তার মাথায় যাত্রী বিশ্রামাগারে স্থানীয় বুথ কমিটি গুলি, পঞ্চায়েত এবং জেলা আই টি সেলকে নিয়ে এক জলছত্রের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী নিজে‌এই জলছত্রে উপস্থিত থেকে বাসযাত্রী, পথচারী এবং অপেক্ষমান যাত্রীদের হাতে পানীয় এবং ফল তুলে দিয়ে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি যতদিন এই তাপপ্রবাহ চলবে ততদিন এই বিধানসভা কেন্দ্রের সর্বত্র এই ধরনের জলছত্র চালিয়ে যেতে কার্যকর্তাদের নির্দেশ দেন।এই জলসত্রে মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়ের সঙ্গে গোমতী জেলা পরিষদের সভাধিপতি শ্রী দেবল দেবরায়, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতি ঝর্ণা দাস, জেলা আই টি সেলের আহ্বায়ক শ্রী গোবিন্দ ব্রহ্ম, স্থানীয় পঞ্চায়েত প্রধানগণ, বুথ সভাপতিগণ সহ স্থানীয় কার্যকর্তাগণ উপস্থিত থেকে পথচলতি মানুষের হাতে জল ও কাটা ফল তুলে দেন।

You may also like

Leave a Comment