Home » আড়াই লক্ষ টাকার ড্রাগস সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো আর কে পুর থানার পুলিশ

আড়াই লক্ষ টাকার ড্রাগস সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো আর কে পুর থানার পুলিশ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-মাতারবাড়ি এলাকা থেকে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে রাধা কিশোরপুর থানার পুলিশ । দিনের পর দিন এই মাতারবাড়ি এলাকায় গড়ে উঠছে নেশা সাম্রাজ্য। এবার গোপন খবরের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ মাতাবাড়ি কামারবাগ এলাকায় ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে উত্তম নম : দাস ও রূপক সরকার নামে দুই যুবকের কাছ থেকে দুই প্যাকেট হিরোইন ও ১৫৬ কৌটা সহ সাথে তিনটি মোবাইল ফোন ও নম্বরবিহীন একটি গাড়ি বাজেয়াপ্ত করে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই ড্রাগস বিরোধী অভিযানে এদিন বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে । সোমবার দুপুরে দুই ড্রাগস বিক্রেতাকে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হবে । রাধা কিশোরপুর থানার পুলিশ একের পর এক এই ধরনের ড্রাগস বিরোধী অভিযান চালানোর ফলে মাতাবাড়ি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে ।

You may also like

Leave a Comment