প্রতিনিধি কমলাসাগর :-
রবিবার সকালে কমলাসাগর বিধানসভার অন্তর্গত লেম্বুতলী, চাম্পামুরা সহ বিভিন্ন এলাকায় বিধ্বংসী কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড করে দেয় মানুষের বাড়ি ঘর সহ রাবার বাগান। রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রচারিত হয়েছিল। অবশেষে সোমবার সকাল দশটা নাগাদ লেম্বুতলী এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সাথে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত উপস্থিত ছিলেন বিজেপির সিপাহীজলা জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক চেয়ারপারসন সন্ধ্যা দেববর্মা, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। সেদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি কান্নায় ভেঙ্গে পড়েন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নিজেও দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন কালবৈশাখী ঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবশ্যই সরকারি সাহায্য প্রদান করা হবে। ঘটনার বিবরনের জানা যায়
রবিবার সকালের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকায়।গকুলনগর স্থিত রাস্তার মাথায় অটো স্ট্যান্ডে খুটি ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হয় দুটি অটো গাড়ি।তাছাড়া গকুলনগর মধুপুর ধনছরি কোনাবন এলাকায় বেশ কিছু বাড়িঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যা ঘূর্ণিঝড়ে।ক্ষতি হয় ব্যাপক রাবার বাগান।রাস্তার মাথা টি এস আর সংলগ্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতিক খুঁটি ভেঙ্গে পরে বন্ধ হয়ে যায় কমলা সাগর মূল সড়ক।দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকে যান চলাচল।পরবর্তী সময় গাছ কেটে মূল সড়ক পরিষ্কার করা হয়।ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার জনগণ।বিভিন্ন জায়গায় বিদ্যুতি খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।যদিও প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয় এলাকার সাধারণ জনগণ।কিন্তু দুর্যোগের ঘটনায় লোকজদের কোনরকম ক্ষতি হয়নি বলে জানা যায়।স্থানীয় লোকজনের দাবি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোজ খবর নিয়ে প্রশাসন যেন তাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড বিশালগড় মহকুমার কমলাসাগর বিস্তীর্ণ এলাকা। রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড় বিধানসভার লেম্বু তলী ধনছড়ি গকুলনগর রাস্তার মাথা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। এই এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর ভেঙে তছনছ লন্ডভন্ড বিদ্যুৎ সংযোগ। রবিবারের এই প্রবল ঝড়ে কমলা সাগর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়, আবার কোন কোন জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছ পরে বন্ধ হয়ে যায় আগরতলা কমলাসাগর সড়ক। রাস্তা পরিষ্কার করতে হাত লাগায় টি এস আর আনুমানিক ৭০ পরিবার ব্যাপক রক্ষা করা গেছে।