প্রতিনিধি, বিশালগড় , ১ ডিসেম্বর।। গত সোমবার বিশালগড় বিধানসভার বাইদ্যারদিঘী বাজারে পরিত্যক্ত সিপিএম অফিস ধুয়েমুছে পরিস্কার করে পথসভা করে সিপিএম নেতৃত্ব। সেখানে সিপিএম বিধায়ক ভানুলাল সাহা উস্কানিমূলক এবং বিভ্রান্তিমূলক বক্তব্য রেখেছেন। তিনি বলেছিলেন এই সিপিএমের অফিস না-কি বারবার আক্রান্ত হয়েছে। এর তিনদিন পর ভানলাল সাহার মিথ্যাচারের জবাব দিলেন বিজেপির বিশালগড় মন্ডল কমিটি। বৃহস্পতিবার বাইদ্যারদিঘী বাজারে বিজেপির বাজার কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশালগড় মন্ডল সভাপতি তথা বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন মানুষকে বিভ্রান্ত করা সিপিএমের চিরাচরিত অভ্যাস। সামনে নির্বাচন, তাদের কাছে কোন ইস্যু নেই। তাই মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাইদ্যারদিঘী বাজারে সিপিএমের পার্টি অফিস কেউ আক্রমণ করেছে কেউ বলতে পারবেনা। গত পাঁচ বছর আগে যেমন অফিস ছিল আজও তা অক্ষত অবস্থায় রয়েছে। অথচ বিধায়ক ভানুলাল সাহা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য পার্টি অফিস আক্রমণের কথা বলেছেন। মন্ডল সভাপতি সুশান্ত দেব আরো বলেন সিপিএম ভোটের বাজারে ভোট পাখি হয়ে মাঠে নেমেছে। জনসমর্থন হারিয়ে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। গত বিধানসভা নির্বাচনেও সন্ত্রাস করে জয়ের স্বপ্ন দেখেছিলেন। দশ জন বিজেপির কার্যকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছিল সিপিএম। আগামী নির্বাচনেও এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। এই এলাকার সংখ্যালঘু মানুষদের গত নির্বাচনে বিভ্রান্ত করেছিল সিপিএম। বর্তমানে এই এলাকার হিন্দু-মুসলমান সকল অংশের মানুষ বিজেপির পাশে রয়েছে। আজকের এই পথসভায় তা প্রমাণিত হয়েছে।
107