Home » মাতৃহত্যার অভিযোগে অভিযুক্ত পুত্রের যাবজ্জীবন জেল

মাতৃহত্যার অভিযোগে অভিযুক্ত পুত্রের যাবজ্জীবন জেল

by admin

খোয়াই প্রতিনিধি ১লা ডিসেম্বর ।। মাতৃহত্যার অভিযোগে অভিযুক্ত পুত্রের যাবজ্জীবন জেল এই আদেশ দিল মাননীয় জেলা আদালত। ১৬ ফেব্রুয়ারি ২০২১ ইং ওই দিন সরস্বতী পূজা। খোয়াই থানা এলাকার চেবরী বাসন্তী টিলা গ্রামে স্বরসতী পূজা। ভাই নিজের বোনকে বাইকে করে নিয়ে বেড়াতে যাবে । এই আবদার মরণ দেবনাথ তার মা সুনীতি দেবনাথের কাছে রাখে। সুনীতি দেবনাথ সঙ্গে সঙ্গে এই প্রস্তাব/আবদার খারিজ করে দিয়ে বলে দেয় তুমি আগের দিন বাইক দুর্ঘটনায় পড়েছ, পুনরায় বাইক দিয়ে বোনকে নিয়ে সরস্বতী পূজায় যাওয়ার কোন প্রয়োজন নেই। এই নিয়ে মা এবং ছেলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বেশ কিছুক্ষণ পর একটা সময় পুত্র মরন দেবনাথ উত্তেজিত হয়ে একটি কাঠের টুকরা দিয়ে তার গর্ভধারিনী মাকে একের পর এক মারাত্মকভাবে আঘাত করতে থাকে সেই আঘাতে মা সুনীতি দেবনাথ মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। এলাকাবাসীর সহযোগিতায় সুনীতি দেবনাথ কে তার স্বামী রাজকুমার দেবনাথ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনদিন পর উনিশ ফেব্রুয়ারি সুনীতি দেবনাথ ডাক্তার বাবুদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে পরলোকগমন করেন । পরবর্তী সময়ে পরিবারের আবেদনমূলে পুত্রের বিরুদ্ধে খোয়াই থানায় একটি মামলা লিপিবদ্ধ হয়। ঘটনার পর মরন দেবনাথ দীর্ঘদিন পালিয়ে বেড়ায়। আদালতে চার্জশিট দাখিল করার পর মরন দেবনাথ আদালতে আত্মসমর্পণ করে। তারপর থেকে মরন দেবনাথ আদালতের নির্দেশে খোয়াই জেলে বন্দী অবস্থায় ছিল। খোয়াই থানার তৎকালীন সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ঘটনার তদন্তক্রমে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩০২ ধারায় পুত্র মরন দেবনাথকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে ১৬-০১-২০২২ইং তারিখে। দীর্ঘ শুনানির পর আজ ১লা ডিসেম্বর খোয়াই জেলা আদালতের বিচারপতি মাননীয়া শংকরী দাস মহোদয়া মরন দেবনাথ কে মাতৃ হত্যার দায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এই আদেশ দেন। উক্ত মামলায় মরণ দেবনাথের পিতা রাজকুমার দেবনাথ ও বোন শিখা দেবনাথ সহ মোট ১৫ জন সাক্ষ্য দেন। সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন আইনজীবী বিকাশ দেব।

You may also like

Leave a Comment