ধর্মনগর প্রতিনিধি। পানিসাগর থানার পুলিশ এবং পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের একান্ত প্রয়াসে ধরা পড়লো এপ্রিল মাসের ২১ তারিখ হয়ে যাওয়া ডাকাতির ঘটনা। ঘটনা ঘটেছিল প্রণব নাথ ,পূর্ব তিলথী তা নিয়ে ১৮/২৪, ভারতীয় দণ্ডবিধির ৪৫৭/ ৩৮০ নম্বরে একটি কেস রেজিস্ট্রি করা হয়েছিল। চূড়ান্ত তল্লাশির পর পানি সাগরের তিনজন ধরা পড়লো। একজন হল আব্দুল হান্নান, বয়স ২৮ বছর, বাড়ি ছয় নং ওয়ার্ডের তিলথৈএর ব্যাথাঙ্গ তারই বড় ভাই আব্দুল সালাম বয়স ৪৩ বছর বাড়ি বেথাঙ্গি অপর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে নাজিম উদ্দিন বাড়ি নারায়ণপুর পাথাকান্দি, আসাম, ওয়ার্ড নং ১০। তাদের কাছ থেকে ব্যবহৃত দাও, একজোড়া কানের দুল, রুপার একজোড়া ব্রেসলেট, বেশ কিছু অলংকার এবং নগর পাচ হাজার দুশো টাকা পাওয়া গেছে। তাদেরকে পানিসাগরের পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এবং ওসি দেবজিত চ্যাটার্জি তদন্ত করে দেখছে ডাকাতির কাজে আর কি কি দ্রব্যাদী তাদের কাছ থেকে পাওয়া যায়।
146
previous post
আইটি সেলের উদ্যোগে জলছত্র উদয়পুরে
next post