নিয়ন্ত্রণ হারিয়ে মাল বাহি বোলেরো গাড়ি আছড়ে পড়ল এক বাড়িতে। গুরুতর আহত গাড়ির চালক। দুমরে মুচড়ে গেল ক্ষতিগ্রস্ত বাড়ির রান্নাঘর ও বসত ঘর। ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ খোয়াই থেকে তেলিয়ামুড়া যাওয়ার পথে পূর্ব রামচন্দ্র ঘাট ব্রিজ সংলগ্নে এলাকায় টি আর -০৩ডি -১৫৯৭ নম্বরের একটি বুলেরো মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশে থাকা রঞ্জিত নম সেন এর বসত বাড়িতে সজুড়ে ধাক্কা মারে। তাতে গাড়ির চালক গুরুতরভাবে আহত হয়। ঘটনার পর এলাকাবাসী গাড়ির চালক কে খোয়াই জেলা হাসপাতালে উদ্ধার করে নিয়ে যায়। পড়ে সেখান থেকে গাড়ির চালককে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গাড়ির চালকের নাম জানা না গেলেও তার বাড়ি তেলিয়ামুড়া বলে জানা যায়।
ত্রিপুরা
প্রতিনিধি তেলিয়ামুড়া।২১শে জুন।উচ্চ শিক্ষিতদের ঘরেই শুধু কৃতীরা জন্মায় না। সাধারণ গরিব শ্রমিকের ঘরেও যে কৃতি ছাত্র-ছাত্রী থাকতে পারে, দেখলো তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে উপস্থিত সকলে। তেলিয়ামুড়া পৌর পরিষদ এবং তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে তেলিয়ামুড়ার তুইচিনদ্রাই বাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে দুইজন এবং আনন্দমার্গ উচ্চ বিদ্যালয় থেকে দুইজন ত্রিপুরা বোর্ডে দশ জনের মধ্যে স্থান করে নেয়। আজ সংবর্ধনার প্রথমেই চারজন কে সম্মানিত করা হয়। চারজনই অত্যন্ত থেকে এসেছে। স্বভাবতই খুশি ব্যক্ত করতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন তোমাদের কৃতিত্বে আমরা গর্বিত, তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। তোমরা এ বছর যেভাবে সফলতার নজির স্থাপন করেছ, তার ধারা আগামী দিনেও অব্যাহত থাকুক এটা একান্তভাবে প্রত্যাশা করছি। তোমাদের সফলতার পেছনে বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা; শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সার্বিকভাবে পরিবেশ পরিস্থিতির ভূমিকা থাকলেও আমি বিশ্বাস করি তোমাদের এই সফলতার পেছনে তোমাদের মা বাবার অবদান অনস্বীকার্য। আগামী দিনে তোমরা মানুষের মতো মানুষ হয়ে সমাজ’কে বিকশিত করবে মা-বাবার স্বপ্নকে পূর্ণ করবে এবং নিজ নিজ আঙ্গিকে সুপ্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমি করছি। তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে জমকালো এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস রায়, মোটিভেশনাল স্পিকার লিটন ভৌমিক প্রমুখ।
এদিনের এই আয়োজন থেকে উদ্যোক্তাদের তরফ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের আগামী দিনের জন্য উৎসাহিত করার জন্য মানসিকভাবে আরো যাতে তারা বলিষ্ঠ হতে পারে সে জন্য সম্মানিত অতিথি লিটন ভৌমিক দারুন ভাবে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন।
প্রতিনিধি, বিশালগড় , ২১ জুন।। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিশালগড় মহকুমার তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ১০ম বিশ্ব যোগা ও পরিবেশ দিবস পালন করা হয়। বুনিয়াদী শিক্ষা দফতর এর উদ্যোগে ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় বিশালগড় মহকুমার কলকলিয়া উচ্চ বিদ্যালয়, বিশালগড় টাউন গার্লস দ্বাদশ শ্রেণি বিদ্যালয় ও বিশালগড় দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ে পর্যায়ক্রমে দুপুর ১১ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে অনুষ্ঠান সংগঠিত হয়। অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কমিটির কনভেনার মনোজ রায়, সদস্য আবদুল হক, সিপাহীজলা জেলা কমিটির কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য্য, বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, কলকলিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এম. সির চেয়ারম্যান রাধামনি সিনহা, বিশালগড় টাউন গালর্স দ্বাদশ বিদ্যালয়ের ইকো ক্লাবের কনভেনার অংশুমান দেববর্মা সহ তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা। তিনটি বিদ্যালয়েই ১৫টি করে ফুল ও ফলের চারা রোপণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রত্যেকেই ছাত্রছাত্রীদের যোগা করার ও বৃক্ষরোপনের উপর গুরুত্বারোপ করেন ।
উত্তর জেলা হাসপাতালে বিধায়ক যাদব লাল দেবনাথ বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখলেন।
ধর্মনগর প্রতিনিধি। উত্তর জেলা ধর্মগরে যে হাসপাতালটি রয়েছে তার স্বাস্থ্যপরিসেবা বড়ই বেহাল। এই বেহাল অবস্থার পরিবর্তন ঘটাতে বুধবার রাজ্য বিধানসভার সদস্য এবং বাগ বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ এক বিশেষ পরিদর্শন করেন হাসপাতাল এবং অতিসত্বর একজন শিশুরোগ বিশেষজ্ঞ এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজকে এই পরিদর্শনে জানা যায় দীর্ঘ এক বছর যাবত কোন ধরনের গ্যাসের ওষুধ হাসপাতাল কর্তৃপক্ষ দেয় না এবং শ্বাসকষ্ট জনিত ইনভিউজার হাসপাতাল থেকে দেওয়া হয় না। কিন্তু ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে স্টোরে এগুলি এক্সপেরি হওয়ার পথে কিন্তু অবহেলার কারণে এগুলোকে রোগীর জন্য ব্যবহার করা হয় না। কোন শিশুরোগ বিশেষজ্ঞ ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নেই কি করে একটা জেলাস্তরের হাসপাতাল দিনের পর দিন চলছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন অনেকেই। শিশুদের কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে বহিরাজ্যে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। ট্রমা সেন্টারে ওপিডি বসানো হলেও দুপুর দুইটা আর এটার পর এই ওপিডি বন্ধ হয়ে যায় অর্থাৎ কর্তব্যে অবহেলা এখানেও চূড়ান্ত আকারে প্রকট হয়ে উঠেছে। সোনোগ্রাফি সপ্তাহে তিন থেকে চার দিন করা হয়। সোনোগ্রাফির জন্য রোগীরা ঊনকোটি জেলা এবং কাঞ্চনপুর থেকে ধর্মনগরে আসে কিন্তু উপযুক্ত লোকের অভাবে সোনোগ্রাফির ডেট তিন থেকে চার মাস পিছিয়ে দেওয়া হয়। একজন প্রশিক্ষণ প্রাপ্ত লোক সোনোগ্রাফির লোক এই কাজে নিয়োজিত এবং আরেকজনের প্রশিক্ষণ চলছে। তাই লোকের অভাব বলে জানান জেলা হাসপাতালের মেডিকেল সুপার ভাস্কর দাস। তিনি চার্জ নিলেও একটার পর একটা ব্যাপার খতিয়ে দেখছেন। এখনো বুঝে উঠতে পারেননি এবং জানতেও পারেননি, সার্বিক ব্যাপার। কর্মীসল্পতায় ভুগছে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালটি। যার ফলস্বর ূপ পরিষেবা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। উল্লেখ্য ঠিক একমাস আগে এই বিধায়ক ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে এবং কর্মীদের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আজ ধর্মনগরের বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাথে কথা বলে এই বিধায়ক ধর্মনগরের জেলা হাসপাতালটি পুনরায় পরিদর্শনে যান। যেসব ঘাটতি রয়েছে সেইসব পূরণ করার প্রতিশ্রুতি দেন। তবে যেভাবে জেলা হাসপাতালটি চলছে এমন ভাবে কোন স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে দেওয়া সম্ভব নয় বলে জনপ্রতিনিধে দের বক্তব্যে প্রকট হয়ে ওঠে। তার জন্য পূর্বের স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তীকে তুলোধোনা করে টানতেও কিছু পা হননি বিধায়ক যাদব লাল দেবনাথ। রাজ্যের একটি জেলা হাসপাতালের অবস্থা যেভাবে চলছে সেভাবে চলতে পারে না তা স্বীকার করে এর ঘাটতি গুলি পূরণের প্রতিশ্রুতি দেন বিধায়ক যাদব লাল দেবনাথ।
প্রতিনিধি কৈলাসহর:-অবিরাম বৃষ্টির ফলে গোটা রাজ্যের সাথে কৈলাসহর মহকুমাও প্লাবিত হয়েছে।তিন চার দিনের ক্রমাগত বৃষ্টিতে মানুষের মধ্যে সেই ২০১৮ সালের অভিশপ্ত দিনগুলোর স্মৃতি মনে পড়ে যায়।বন্যার সম্ভাবনা সকাল থেকেই উঁকি দিচ্ছিল মানুষের মনে।আজ সকাল থেকে মনু নদীর জল স্তর স্বাভাবিক স্তর থেকে ওয়ার্নিং স্তর পেরিয়ে ক্রিটিক্যাল স্তর ছুঁয়ে গিয়ে বিপদসীমা ছুঁইছুঁই অবস্থায় ছিল।এরফলে গোটা কৈলাসহরে শুরু হয়ে যায় জলাতঙ্ক।তবে কিছুটা সময়ের জন্য মানুষ আতঙ্কগ্রস্ত হলেও সময়ের সাথে সাথে জলের স্তর স্বাভাবিক গতিতেই কমতে থাকে।এই পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকেই ঝাঁপিয়ে পড়েন মহকুমা শাসক প্রদীপ সরকার সহ উনার টিম।এন ডিআরএফ জওয়ান,আপাদমিত্র এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা মাঠে নেমে বন্যার্ত এলাকা গুলোতে গিয়েছে।সাথে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া,ডেপুটি এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস এবং মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা।মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আতঙ্কগ্রস্ত হওয়ার কোন কারণ নেই।কৈলাসহর মহকুমার কোথাও বন্যায় আক্রান্ত হওয়ার খবর নেই এবং শেল্টার হাউসেও স্থানান্তরিত হয়নি।তবে একটা সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্যায় তলিয়ে যাওয়ার বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
কদিনের বিরামহীন ভারী বর্ষণে কুর্তিতে ভয়াবহ বন্যার আশঙ্কা, জলবন্দি বহু পরিবার।
ধর্মনগর প্রতিনিধি। গত কদিনের বিরামহীন ও ভারী বর্ষনে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা জলে প্লাবিত হয়েছে।তবে ত্রিপুরা-অসম সীমান্তের কুর্তি এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।গত সোমবার সকাল থেকে থেকে বুধবার বিকেল পর্যন্ত টানা বর্ষণে কূর্তি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের মানিকনগর এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।মিজোরামের জল আসামের বুক চিরে লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে।মোট ১০ টি ছড়া এবং ৩টি নদীর জল মানিকনগর এলাকাকে জলমগ্ন করে ফেলেছে। বিশেষ করে কুর্তি নদী,থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল।বর্তমানে কয়েকটি বাড়িতে জল ঢোকার পাশাপাশি একাধিক বাড়ির রাস্তাঘাট সহ বাড়ির উঠোনে জল ঢুকে পড়ে জলবন্দি হয়ে পড়েছেন স্থানীয় মানুষ। সমাজসেবিরা চাল,ডাল, সরিষার তেল,আলু,চিরা,গুড় সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন জলবন্দি মানুষদের।তবে মিজোরাম ও অসমের জল তীব্র বেগে ধেয়ে আসছে আর ক্রমশ জলস্তর বৃদ্ধি পাচ্ছে।তাই মানিকনগর এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।জলবন্দি জনগনরা জানান,কুর্তি জলাধার বিল রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জলাধার বলে পরিচিত।আর প্রতিবছর বর্ষাকালে মানিক নগর এলাকা বন্যার জলে প্লাবিত হয়। কিন্তু দীর্ঘ বাম শাসনে যেমন এই সমস্যা নিরসনে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি তেমনি রাম শাসনেও সেই একি অবস্থা। তাদের সমস্যা কেউই নিরসনের উদ্যোগ নেননি।বর্তমানে জলস্তর বৃদ্ধি পাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন ঐ এলাকার জনগণ।তাদের ছোট ছোট শিশু সহ আসবাপত্র ও গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেবার প্রস্তুতি নিচ্ছেন। কয়েকটি বাড়িতে জল প্রবেশ করায় পরিবারের লোকজন স্থানীয় সাব সেন্টারে আশ্রয় নিয়েছেন।তাই তাদেরকে বন্যার হাত থেকে রক্ষা করার জোরালো দাবি জানিয়েছেন মানিক নগর এলাকার জনগণ।
প্রতিনিধি,গন্ডাছড়া :- আগামী আগস্ট মাস থেকে গন্ডাছড়ায় একলব্য স্কুল চালু হচ্ছে। মহকুমা এলাকার পঞ্চরতন দূর্যোধন পাড়া আইটিআই ব্লক লেভেল শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অর্ধেকটা বিল্ডিং এ ষষ্ঠ শ্রেণী থেকে একলব্য স্কুলের পথ চলা শুরু হবে। বুধবার শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিং ঘরটি পরিদর্শনে আসেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন তিনি এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং , এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে পুরো বিল্ডিং ঘড়টি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিং ঘরের কনফারেন্স হলে প্রশাসনের আধিকারিকদের সাথে মন্ত্রী বিকাশ দেববর্মা উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন। সেখানে শিক্ষা দপ্তর থেকে ট্রাভেল ওয়েলফেয়ার দফতরকে শিক্ষক প্রশিক্ষণ বিল্ডিংটি হস্তান্তর করেন। উল্লেখ্য প্রায় ২২ কোটি টাকা ব্যয় করে মহকুমার উল্টাছড়া ব্লু সেটেলমেন্ট ক্যাম্পের পাশে ১২. ৮ একর জমির উপর নতুন একলব্য স্কুল বিল্ডিং এর কাজ চলছে। যেখানে থাকবে একটি স্কুল বিল্ডিং, ছাত্র এবং ছাত্রীবাসের জন্য একটি করে বিল্ডিং, দুটি হোস্টেলের দুটি ওয়াডেন বিল্ডিং, বাউন্ডারি ওয়াল, খেলার মাঠ ইত্যাদি। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়। এখনো পর্যন্ত প্রায় ৭০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। বাকি কাজ এক বছরের মধ্যে শেষ হবে বলে জানা গেছে। স্কুল বিল্ডিং এর কাজ সম্পূর্ণভাবে শেষ হলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিং থেকে স্কুলটি নতুন বিল্ডিং এ স্থানান্তরিত করা হবে বলে মন্ত্রী- শ্রী দেববর্মা জানান।
প্রতিনিধি, বিশালগড় ।। জল জীবন মিশনে প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে দ্রুতলয়ে। প্রতি গ্রামে একাধিক গভীর নলকূপ স্থাপন হচ্ছে। বিশালগড় বিধানসভার নবীনগর গ্রামের অধিকাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে। বুধবার নবনির্মিত দু’টি পানীয় জলের পাম্প হাউস উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জল জীবন মিশনে এই পাম্প হাউস নির্মাণ হয়েছে। বৃষ্টিস্নাত বিকালে ফিতা কেটে পাম্প হাউসের উদ্বোধন করে স্যুইচ টিপে পাম্প মোটর চালু করেন বিধায়ক সুশান্ত দেব। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। বিধায়ক সুশান্ত দেব বলেন গ্রামীণ এলাকায় প্রতি বাড়িতে পাইপ লাইনে জল পৌঁছে গিয়েছে। বিশালগড়ে কোন বাড়ি বাদ যাবেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্প ঘরে ঘরে জল পৌঁছে দেয়া। সেই সংকল্প বাস্তবায়নের কাজ করছে সরকার। উল্লেখ্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশালগড়ের ১৩ টি পঞ্চায়েতে একদিন করে প্রবাস করছেন বিধায়ক সুশান্ত দেব। ইতিমধ্যে দু’টি পঞ্চায়েতে প্রবাস সেরে নিয়েছেন। বুধবার নবীনগর গ্রামে প্রবাস করেন বিধায়ক সুশান্ত দেব। প্রবাসকালীন সময়ে দু’টি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া এদিন বিজেপির বুথ কমিটি, মোর্চা কমিটি, জনপ্রতিনিধিদের নিয়ে পৃথক পৃথক সভা করেন। মতবিনিময় করেন বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে। তিনি বলেন উন্নত গ্রাম হলে উন্নত ভারত হবে। সকলের সহযোগিতায় সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই গ্রাম উন্নত গ্রাম হবে।
ধর্মনগর প্রতিনিধি।
বাবার মৃত্যুর রেশ কাটতে না কাটতে ছেলে নিজ ঘরের মধ্যে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর দেওছড়া ১নং ওয়ার্ড এলাকায়। ২ মাস পূর্বে রেলের নিচে কাঁটা পড়ে প্রাণ হারান বাবা সেই রেশ কাটতে না কাটতেই
মৃত গোবিন্দ দেবনাথের মধ্যম ছেলে গৌতম দেবনাথ বয়স ২২ বছর নিজ বাড়ীতে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। যানা যায় গতকাল রাত অর্থাত ১৭ই জুন এই ঘটনাটি ঘটে।বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নিজ ঘরের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। রাত আনুমানিক ৮টা নাগাত পরিবারের লোকজন মৃতদেহ দেখে। পর পর দুটি মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি, তেলিয়ামুড়া।১৮ই জুন। প্রবল বৃষ্টিতে আবারো স্তব্ধ হয়ে গেল জাতীয় সড়ক। অতি বৃষ্টির কারণে মুঙ্গিয়াকামি থানা এলাকার ৩৬ মাইলে জাতীয় সড়কের পার্শ্ববর্তী পাহাড়ের মাটি গাছ ভেঙ্গে পড়ে জাতীয় সড়কের উপর। দুপুর একটা থেকে রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় তেলিয়ামুড়া ও তার আশপাশ এলাকা গুলিতেও মুষলধারে বৃষ্টি হয়। দুপুর প্রায় দুইটা নাগাদ পাহাড়ের মাটি গাছ। থেমে যায় যানবাহন। খবর পৌঁছতেই তৎপর হয়ে উঠে প্রশাসন। খবর পৌঁছে দেওয়া হয় এনএসডিসিএলকে। তৎক্ষণাতই মাঠে নেমে পড়ে এনএসডিসি এল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় জেসিবি দিয়ে মাটি সরানোর কাজ। বিকাল পাঁচটা নাগাদ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা রাস্তার উপরে পড়া মাটি গাছ কিছুটা সরিয়ে যানবাহনকে সচল করে দেয়। দসের দুই দিকেই প্রচুর গাড়ি আটকে পড়াতে যানজটের ও সৃষ্টি হয়। মুঙ্গিয়া কামি থানার পুলিশের তৎপরতায় যানজট মুক্ত হয়ে সন্ধ্যা ছয়টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। তবে পাহাড়ের ধসে পড়া মাটি সরানোর কাজ রাত্র আটটা নাগাদ অব্যাহত রয়েছে। এদিকে আকাশে মেঘের ঘনঘটা অব্যাহত রয়েছে। যদি আগামীকালকেও বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পুনরায় মাটি ধসে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে নজর রেখে প্রশাসন ও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।