প্রতিনিধি কৈলাসহর:-অবিরাম বৃষ্টির ফলে গোটা রাজ্যের সাথে কৈলাসহর মহকুমাও প্লাবিত হয়েছে।তিন চার দিনের ক্রমাগত বৃষ্টিতে মানুষের মধ্যে সেই ২০১৮ সালের অভিশপ্ত দিনগুলোর স্মৃতি মনে পড়ে যায়।বন্যার সম্ভাবনা সকাল থেকেই উঁকি দিচ্ছিল মানুষের মনে।আজ সকাল থেকে মনু নদীর জল স্তর স্বাভাবিক স্তর থেকে ওয়ার্নিং স্তর পেরিয়ে ক্রিটিক্যাল স্তর ছুঁয়ে গিয়ে বিপদসীমা ছুঁইছুঁই অবস্থায় ছিল।এরফলে গোটা কৈলাসহরে শুরু হয়ে যায় জলাতঙ্ক।তবে কিছুটা সময়ের জন্য মানুষ আতঙ্কগ্রস্ত হলেও সময়ের সাথে সাথে জলের স্তর স্বাভাবিক গতিতেই কমতে থাকে।এই পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকেই ঝাঁপিয়ে পড়েন মহকুমা শাসক প্রদীপ সরকার সহ উনার টিম।এন ডিআরএফ জওয়ান,আপাদমিত্র এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা মাঠে নেমে বন্যার্ত এলাকা গুলোতে গিয়েছে।সাথে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া,ডেপুটি এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস এবং মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা।মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আতঙ্কগ্রস্ত হওয়ার কোন কারণ নেই।কৈলাসহর মহকুমার কোথাও বন্যায় আক্রান্ত হওয়ার খবর নেই এবং শেল্টার হাউসেও স্থানান্তরিত হয়নি।তবে একটা সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্যায় তলিয়ে যাওয়ার বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
62