Home ত্রিপুরা বিশালগড়ে পানীয় জল প্রকল্প উদ্বোধনে বিধায়ক সুশান্ত

বিশালগড়ে পানীয় জল প্রকল্প উদ্বোধনে বিধায়ক সুশান্ত

by admin
0 comment 46 views

 প্রতিনিধি, বিশালগড় ।। জল জীবন মিশনে প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে দ্রুতলয়ে। প্রতি গ্রামে একাধিক গভীর নলকূপ স্থাপন হচ্ছে। বিশালগড় বিধানসভার নবীনগর গ্রামের অধিকাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে। বুধবার নবনির্মিত দু’টি পানীয় জলের পাম্প হাউস উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জল জীবন মিশনে এই পাম্প হাউস নির্মাণ হয়েছে। বৃষ্টিস্নাত বিকালে ফিতা কেটে পাম্প হাউসের উদ্বোধন করে স্যুইচ টিপে পাম্প মোটর চালু করেন বিধায়ক সুশান্ত দেব। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। বিধায়ক সুশান্ত দেব বলেন গ্রামীণ এলাকায় প্রতি বাড়িতে পাইপ লাইনে জল পৌঁছে গিয়েছে। বিশালগড়ে কোন বাড়ি বাদ যাবেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্প ঘরে ঘরে জল পৌঁছে দেয়া। সেই সংকল্প বাস্তবায়নের কাজ করছে সরকার। উল্লেখ্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশালগড়ের ১৩ টি পঞ্চায়েতে একদিন করে প্রবাস করছেন বিধায়ক সুশান্ত দেব। ইতিমধ্যে দু’টি পঞ্চায়েতে প্রবাস সেরে নিয়েছেন। বুধবার নবীনগর গ্রামে প্রবাস করেন বিধায়ক সুশান্ত দেব। প্রবাসকালীন সময়ে দু’টি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া এদিন বিজেপির বুথ কমিটি, মোর্চা কমিটি, জনপ্রতিনিধিদের নিয়ে পৃথক পৃথক সভা করেন। মতবিনিময় করেন বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে। তিনি বলেন উন্নত গ্রাম হলে উন্নত ভারত হবে। সকলের সহযোগিতায় সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই গ্রাম উন্নত গ্রাম হবে।

Related Post

Leave a Comment