
ভারতবর্ষের যশশ্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর ১০০তম মানকি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবরাজনগর মন্ডল যুব মোর্চা এবং উত্তর ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের যৌথ উদ্যোগে ৫৭ যুবরাজনগর মন্ডলের কৃষ্ণপুর দ্বাদশ মান বিদ্যালয়ে এক বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন, ব্লাড সুগার টেস্ট হিমোগ্লোবিন টেস্ট সহ রোগীদের বিনামূল্যে ঔষধ ও প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অমিত রক্ষিত মহাশয়, উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির সভানেত্রী শ্রীমতি মলিনা দেবনাথ মহাশয়া, উত্তর ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের কো ইনচার্জ ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য, জেলা সাধারণ সম্পাদক শ্রী সুমিত দে, যুব মোর্চার জেলা সভাপতি শ্রী জয়জিৎ শর্মা সহ জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন কার্যকর্তাগন। ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এই মূল মন্ত্রকে সমাজের প্রত্যেক রোগগ্রস্ত মানুষের মধ্যে পৌঁছে দিতে রাজ্য বিজেপি এবং বিজেপি চিকিৎসক সেলের কর্মসূচি সমগ্র উত্তর ত্রিপুরাসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে।