প্রতিনিধি কৈলাসহর:-নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর আইনশৃঙ্খলার বিষয় নিয়ে এবং নির্বাচনের সাথে যুক্ত অন্যান্য বিষয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তথ্য তুলে ধরেছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর। পুলিশ সুপারের অফিসে অনুষ্ঠিত হওয়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ভানলিয়ানা দারলং, এসডিপিও ধ্রুবনাথ এবং ডিএসপি রিমা দেববর্মা ও অন্যান্যরা।সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার জানান ঊনকোটি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে ২২৫টি পুলিশ স্টেশন রয়েছে।তার মধ্যে ১৩৩ টি সাধারণ পুলিং স্টেশন,১৩ টি ক্রিটিকাল এবং নিরানব্বইটি অন্যান্য।জেলার বিভিন্ন জায়গার মধ্যে কৈলাসহরে রয়েছে চারটি নাকা পয়েন্ট, কুমারঘাটে তিনটি নাকা পয়েন্ট,প্যাঁচারথলে দুইটি, ইরানিতে দুইটি এবং ফটিকরায় দুইটি জায়গাতে নাকা পয়েন্ট থাকবে। পলিটিক্যাল কোন ধরনের হিংসাত্বমূলক ঘটনা যাতে না ঘটে যার জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যেই প্রথম পর্বের বৈঠক সেরে নেওয়া হয়েছে।নির্বাচন করার মতো পুরোপুরি প্রক্রিয়া ইতিমধ্যেই সেরে নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।এছাড়া সাফল্যের তথ্য তুলে ধরতে গিয়ে পুলিশ সুপার জানিয়েছেন ইতিমধ্যেই ফরেন লিকার ১৮১৩ বোতল সিজ করা হয়েছে এবং দেশি মদ ৯ হাজার ৩০ লিটার সিজ করা হয়েছে। তার সাথে ৩ লক্ষ ৫৩ হাজার ৯৪০ প্যাকেট বিড়ি আটক করা হয়েছে বাংলাদেশে পাচারের সময়। জাল নোট এর সাথে জড়িত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত ১৪ হাজার ৮৫৩ টাকার জাল নোট আটক করা হয়েছে।গাঁজা ধ্বংস করা হয়েছে ৫৬৪০ টি। ইত্যাদি বিষয় নিয়ে আজ সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তথ্য তুলে ধরেছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর
by admin
written by admin
116