আগরতলা : রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর এবং দক্ষিণ আমেরিকার দেশ পেরু’র লিমা শহরের আলু গবেষণা কেন্দ্র সি আই পি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হলো। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ ডিরেক্টরেটের অধিকর্তা ডঃ ফনি ভূষণ জমাতিয়া এবং সি আই পি’র গবেষক ডঃ এস মহান্তি এই চুক্তি স্বাক্ষর করেন। এই সময় উপস্থিত ছিলেন নাগিছড়া এলাকার উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রের প্রদান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ। বুধবার বেলা এগারোটা নাগাদ মহাকরণে এই চুক্তি স্বাক্ষর করা হয়। সাধারণ কৃষকদের মধ্যে উন্নত মানের এবং সস্তা আলু বীজ সংগ্রহ করার লক্ষ্যে এপিকাল রুট কাটিং টেকনোলজি বিষয়ক চুক্তি স্বাক্ষর করা হয়। এদিনের এই চুক্তির মধ্য দিয়ে রাজ্যে আলু বীজ উদপাদনে আরও এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই পদ্ধতিতে রোগ প্রতিরোধী উন্নত প্রজাতির এবং অধিক ফলনশীল বীজ উৎপাদন করা সম্ভব হবে। এয়ার ফলের রাজ্যের চাষীরা আরো কম মূল্যে উন্নত মানের আলু বীজ পাবেন। যা কিনা প্রথাগত আলু বীজ কুফরি জ্যোতি, কুফরি চন্দ্রমুখীর চেয়ে কম মূল্য এবং কম সময়ে অধিক উৎপাদনশীল হবে। প্রাথমিকভাবে হিসেব করে দেখা গিয়েছে এই নতুন পদ্ধতিতে বীজ আলুর দাম কেজিপ্রতি পাঁচ টাকা করে হবে। যা আলু চাষে খরচ অনেকটাই কমিয়ে দেবে এবং বহি রাজ্য থেকে আলু বীজ আমদানির মাত্রা অনেকটা কমিয়ে আনতে সক্ষম হবে।
123
previous post