ধর্মনগর প্রতিনিধি,,
সমগ্র ভারতবর্ষ তথা ত্রিপুরায় স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বড়সড় হামলার ছক একে ছিল TUNF জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গিগোষ্ঠীর পরিকল্পনাকে ভেস্তে দিল উওর জেলার গোয়েন্দা বিভাগ ও পুলিশ উভয়ে মিলে । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর জেলা এসপি অভিনাশ রাই জানান, আসাম থেকে পরিচালিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট (TUNF)-এর দুই সক্রিয় সদস্যকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ধনঞ্জয় রিয়াং (৩৯) বাড়ি হাইলাকান্দি আসাম ও সদাইনন্দ রিয়াং (৩৪) বাড়ি দামছড়া কাসকাউপাড়া উওর ত্রিপুরা । তাদের কাছ থেকে উদ্ধার হয়,,
১. উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ডেটোনেটর
২. বিস্ফোরক বার
৩. ছুরি
৪. TUNF-এর লেটার হেড
৫. ডায়েরি ৬. ২টি টর্চ সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ত্রিপুরা–মিজোরাম সীমান্তের কাঞ্চনপুর–ভাংমুন সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে খবর, তাদের পরিকল্পনা ছিল পুলিশের যানবাহনকে ক্ষতিগ্রস্ত করা এবং শুধু তাই নয় পুলিশ কর্মীদেরও আহত বা নিহত করা যাতে করে স্বাধীনতা দিবসের আগে রাজ্যে অশান্তি সৃষ্টির জন্য এই বিস্ফোরকগুলি আনা হচ্ছিল। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ধৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে উত্তর জেলার পুলিশ ।