প্রতিনিধি, উদয়পুর :-
রেশন দুর্নীতির তদন্তে ইডি পৌঁছেছিল পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে, তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি তল্লাশিতে। তার পর ঘটনা পরম্পরা যে ভাবে বাঁক নেয়, তাতে উঠে আসে আরও অনেক অভিযোগ। জমি লুট, চাষজমিকে জোর করে ভেড়ি বানানো, আদিবাসী এবং নারী নির্যাতন— একের পর এক অভিযোগে ফেব্রুয়ারির শুরু থেকে টানা উত্তপ্ত থেকেছে উত্তর ২৪ পরগনার দ্বীপদেশ সন্দেশখালি। জমি দখলের অভিযোগ মনে করিয়েছে সিঙ্গুল-নন্দীগ্রামের সাম্প্রতিক ইতিহাস। ‘আদিবাসী স্বার্থের’ প্রশ্ন উঠেছে মিডিয়ায়, বিরোধী ভাষ্যে। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে নারী নির্যাতনের অভিযোগ আর তফসিলি জাতি এবং জনজাতির মহিলাদের একজোট হয়ে, লাঠি-ঝাঁটা-গাছের ডাল হাতে রাস্তায় নামা। মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গোমতী জেলা শাসকের অফিসের সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোশপুত্তলিকা বানিয়ে ধর্নায় বসে এভিবিপির নেতৃত্বরা । এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন , এবিভিপির ত্রিপুরা রাজ্যের আত্মনির্ভর ভারত প্রমুখ এর রাজিব দেব , গোমতী জেলার কো-অর্ডিনেটর রিয়া সাহা , রাজ্যের মিডিয়া কো ইনচার্জ দেবাঞ্জন পাল ও ত্রিপুরার সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ পৃথবিজিত রুদ্র পাল সহ প্রমূখ । এদিন প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতৃত্বরা বলেন , পশ্চিমবঙ্গের সন্দেশখালি তে যে সকল ঘটনার সাক্ষী হতে হচ্ছে সেই এলাকার মানুষজনদের যাতে করে লজ্জিত গোটা পশ্চিমবঙ্গসহ ত্রিপুরাবাসী । অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা। এমনটাই অভিযোগ করে এভিবিপি নেত্রীবৃন্দরা । পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় গোমতী জেলা শাসকের অফিসের সামনে । প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাধা কিশোর পুর থানা থেকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় ।