প্রতিনিধি, বিশালগড় , ।। চড়িলামে নিরুদ্দেশ তিপরা মথার বিধায়ক। ক্ষুব্ধ জনজাতিরা ভিড়ছে বিজেপিতে। বিভ্রান্তির রাজনীতি থেকে মুক্তি চাইছে জনজাতিরা। তাই নিজেদের উন্নয়নের স্বার্থে বিজেপির গেরুয়া ঝান্ডা হাতে তুলে নিচ্ছে জনজাতিরা। মঙ্গলবার চড়িলাম বিধানসভার পদ্মনগর এডিসি ভিলেজে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩৬ জন জনজাতি ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের বরণ করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, বিজেপির প্রদেশ সম্পাদক ডেভিড দেববর্মা প্রমুখ । প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন দল বদল প্রসঙ্গে সাংবাদিকদের বলেন এখানকার সাধারণ মানুষ বিধায়ককে খুঁজে পাচ্ছে না। একথা এলাকার মানুষ বলছে। তিনি প্রায় নিরুদ্দেশ বলা চলে। যার কারণে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। একমাত্র বিজেপি দল মানুষের সমস্যা সমাধানে বিশ্বাসী। আর বাকিরা সমস্যা তৈরি করে রাজনীতি করে। গত পাঁচ বছরে যে কাজ হয়েছে চড়িলামে তা অতীতে কখনো হয়নি। গত নির্বাচনে চড়িলামের মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। কিন্তু মানুষকে বেশিদিন বোকা বানানো যায় না। মানুষ এখন বুঝতে পারছে। আগামী লোকসভা নির্বাচনে জাতি জনজাতি সবাই বিজেপিকে ভোট দেবে। কারণ দশ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির সরকার গরীব কৃষাণ যুবক মহিলা শ্রমিক সকলের কল্যাণে কাজ করেছে।
120