চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের কাছে গোপন খবর আসে আজ সন্ধ্যা সাড়ে ছয়টা খবর আসে থানার অধীন পূর্ব ফুলবাড়ী রেল লাইনের কাছাকাছি বৌদ্ধমন্দিরের সামনে দুজন অপরিচিত যুবককে আটক করেছে এলাকাবাসীরা। এই খবরের ভিত্তিতে চোরাই বাড়ি থানার ওসি সমরেশ দাস ও আসাম রাইফেলের অফিসার সহ পুলিশ ও আসাম রাইফেলের জোওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে তাদের শরীরে তল্লাশি চালিয়ে তাদের শরীর থেকে ৬ প্যাকেটে ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে গ্রেফতার করা হয় অপরিচিত গাঁজা পাচারকারী দুই যুবককে তারা হল যথাক্রমে চিন্টু কুমার শর্মা (১৮) পিতা সঞ্জয় শর্মা অপরজন সুধীর দাশ (২২)
পিতা চেনেশ্বর দাশ তাদের সকলের বাড়ি বিহার রাজ্যের বৈশাখী জেলায় রুস্তমপুর থানার অধীন বহরমপুর এলাকায়। তারা পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে জানায় আগরতলা থেকে শিলচর গ্রামের ট্রেনে করে ধর্মনগর স্টেশনে আসে সেখান থেকে পায়ে হেঁটে রেল লাইনে করে ওই স্থানে আছে। কারণ জানতে চাইলে পুলিশকে জানায় রেল পুলিশ চেকিং করছিল রেলে। আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গাঁজা গুলি। চুড়াইবাড়ি থানায় তাদের বিরুদ্ধে এমডিপিএস ধারায় একটি মামলার রজু করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে আগামীকাল তাদের জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ।
৬ প্যাকেটে ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
122
previous post