প্রতিনিধি, বিশালগড়, ১ ফেব্রুয়ারি।।
নাবালিকা ধর্ষণ কান্ডে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিলো আদালত। বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ দেবাশীষ কর এই রায় ঘোষণা করেন । গত ২০১৯ সালের ২ আগস্ট পশ্চিম আগরতলা মহিলা থানায় নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ দাখিল হয় খোকন দেবনাথ নামক যুবকের বিরুদ্ধে। সেখান থেকে মামলা স্থানান্তর করা হয় বিশালগড় থানায় । কারণ ঘটনাটি বিশালগড় মহিলা থানা এলাকায় ঘটেছিলো। বিশালগড় মহিলা থানা মামলা হাতে নিয়ে অভিযুক্ত যুবক খোকন দেবনাথকে গ্রেফতার করে। অভিযুক্ত যুবক খোকন দেবনাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ এবং পকসো এক্টে মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করে পুলিশ। জানা যায়, অভিযুক্ত যুবক খোকন দেবনাথের বাড়িতে টিভি দেখতে গেলে নাবালিকাকে তার বাড়িতে জোরপূর্বক যৌন নির্যাতন করে। জেল হেফাজতে রেখে উক্ত মামলা বিচার প্রক্রিয়া চলে। মোট ২০ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ শ্রী দেবাশিস কর বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত যুবক খোকন দেবনাথকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমান করে। ১ লক্ষ টাকা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
উক্ত মামলার তদন্তকারী অফিসার ছিলেন বিশালগড় মহিলা থানার তৎকালীন সময়ে সাব-ইন্সপেক্টর শিউলী দাস ও আশালতা দেবনাথ। আদালতে সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটার রিপন সরকার।