প্রতিনিধি কৈলাসহর:-দেশের প্রধান সেবক প্রধানমন্ত্রীর দিক নির্দেশে ভারতের অর্থনৈতিক বিকাশ এবং সামাজিক অগ্ৰগতি আজ সকলের নজর কাড়ছে।সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় এগিয়ে যাচ্ছে ভারত।মোদীজীর কর্মধারায় অনুপ্রাণিত হয়ে প্রতিদিন কোথাও না কোথাও যোগদান সভা অব্যাহত রয়েছে এ রাজ্যে।আজ ৫৩ কৈলাসহর মন্ডলের অন্তর্গত গৌরনগর ব্লকের আওতাধীন ধলিয়ারকান্দি পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ও সিপিএম দল ত্যাগ করে ২৮ পরিবারের ১০৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন lনবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত,জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং মন্ডল সহ-সভাপতি মতাচ্ছির আলী সহ অন্যান্যরা।এই যোগদানকারীদের মধ্যে সিপিএম দলের প্রাক্তন প্রধান এবং কংগ্রেস দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রয়েছেন বলে জানা যায়।
163
previous post