Home রাজনীতি চড়িলামে বাম কংগ্রেস ছেড়ে ৩০৮ ভোটার বিজেপিতে

চড়িলামে বাম কংগ্রেস ছেড়ে ৩০৮ ভোটার বিজেপিতে

by admin
0 comment 76 views

প্রতিনিধি, বিশালগড় , ৩০ জানুয়ারি।। লোকসভা ভোটের মুখে চড়িলামে বিরোধী শিবিরে ধ্বস নেমেছে । নীতি ভ্রষ্ট সিপিএম কংগ্রেসের সঙ্গ ছাড়ছে সাধারণ কর্মী সমর্থকরা। দলে দলে ভিড়ছে শাসক দল বিজেপিতে। মঙ্গলবার চড়িলাম বিধানসভার আড়ালিয়া বাজারে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬, ১৭ এবং ১৮ নং বুথের ৭৩ পরিবারের ৩০৮ জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের বরণ করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীম উদ্দীন, মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, যুব মোর্চার মন্ডল সভাপতি গোপাল শর্মা প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনের পূর্বে আমি চড়িলামের জনগণকে সতর্ক করেছিলাম যে কংগ্রেস এবং সিপিআইএমের বিভ্রান্তিমূলক প্রলোভনে পা না দেয়ার জন্য। কংগ্রেস এবং সিপিআইএমের বিভ্রান্তির শিকার হয়েছে চড়িলামের জনতা। কংগ্রেস এবং সিপিএম মানুষকে বিভ্রান্ত করে মথার প্রার্থীকে জয়ের সুযোগ দিয়েছে । নির্বাচনের পর কংগ্রেস প্রার্থী এবং বর্তমান বিধায়ক উভয়ের দেখা মিলছেনা। কংগ্রেস সিপিএম সারা বছর মানুষের পাশে আছে থাকেনা। ওরা ভোটের পাখি। ভোট এলে মানুষকে বিভ্রান্ত করতে আসে। তিনি আরো বলেন ২০১৮ সালের আগে চড়িলামে একটিও সিসি রোড ছিল না, একটিও সোলার লাইট ছিলনা, একটিও অত্যাধুনিক খেলার মাঠ ছিল না। কিন্তু ২০১৮ সালে বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর চড়িলামের সার্বিক উন্নয়ন হয়েছে। এখন আর সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিটিং মিছিলে হাঁটতে হয়না। সবকা সাথ সাবকা বিকাশ নীতিতে অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে যাচ্ছে। তাই তিনি আহবান জানান আগামী লোকসভা নির্বাচনে আর যাতে ভুল না হয়। বিজেপির প্রার্থীর বিপুল জয়ের অংশীদার হতে হবে চড়িলামবাসীকে।

Related Post

Leave a Comment