ধর্মনগর প্রতিনিধি।
আবারো দুঃসাহসিক চুরিকান্ড সংঘটিত হলো কদমতলা থানাধীন কদমতলা বাজার এলাকায়। কদমতলা বাজারের স্থায়ী ব্যবসায়ী বহু পুরনো পাইকারি ও খুচরো হার্ডওয়ার দোকানের মালিক অলক দে (অশোক) পিতা নির্মল দে এর দোকানে গভীর রাতে চুরের দল হানা দিয়ে দোকানের ভিতরে থাকা জলের দামি মোটর, ফ্যান, ইস্তারি সহ অনান্য দামি দামি সামগ্রী সহ কেস বাস্কে থাকা নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চুরের দল। আজ সকাল সাড়ে নয়টা নাগাদ দোকানের কর্মচারী আশীষ আচার্যী দোকান খুলতে এসে দেখতে পান দোকানের মূল ফটকের সাটারের ভিতরের লক এবং বাইরের তালা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে চুরি কাণ্ড সংঘটিত করেছে । পরবর্তীতে এই দৃশ্য প্রত্যক্ষ করে দোকানের কর্মচারী সাথে সাথে দোকানের মালিক অলক দে কে জানানে উনি রাজ্যের বাইরে থাকায় ছুটে আসেন উনার বড় ভাই নেহারেন্দু দে উনি এসে এই দৃশ্য প্রত্যক্ষ করে বুঝতে পারেন যে দোকানে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে খবর দেওয়া হয় কদমতলা থানায় ছুটে আসে কদমতলা থানার পুলিশ। পরবর্তীতে নিয়ে আসা হয় ঘটনাস্থলে বিএসএফের ডগ স্কোয়াট। দোকান মালিক অলক দে জানিয়েছেন যে সকল জিনিস উনার দোকান থেকে চুরি হয়েছে নগদ অর্থ সহ তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকার মতো হতে পারে। উনি আরো দাবি জানিয়েছেন কদমতলা থানার পুলিশ যাতে সুষ্ঠু তদন্ত করে এই চুরি কান্ডের সাথে কে বা কারা যুক্ত রয়েছে তাদের আটক করে উপযুক্ত শাস্তি প্রদান করে পাশাপাশি উনার দোকান থেকে চুরি হয়ে যাওয়া সামগ্রী যাতে উদ্ধার করে পুলিশ উনার কাছে ফিরিয়ে দেয়।
আবারো দুঃসাহসিক চুরিকান্ড সংঘটিত হলো কদমতলা থানাধীন কদমতলা বাজার এলাকায়।
132