সোনাতলা কালীবাড়িতে চুরি যাওয়া সামগ্রী সহ এক চোরকে জালে তুলল খোয়াই থানার পুলিশ। আটক হওয়া চোরের নাম রাজু সাঁওতাল। তার বাড়ি পহড়মুরা কারগিলটিলা এলাকায়। গতকাল রাতে তাকে আটক করার পর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি করে মন্দিরের ঘন্টা, টাকা-পয়সা, চুরি কান্ডে ব্যবহৃত হওয়া বিভিন্ন যন্ত্রাংশ সহ তালা উদ্ধার হয়। খোয়াই থানার ওসি সুবির মালাকারের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চোরকে এবং চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে সেই চোরকে খোয়াই জেলা আদালতে তুলে। উল্লেখ থাকে, খোয়াই শহর এবং তার আশপাশ লাগুয়া এলাকায় প্রায় প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। বিশেষ করে রাতের শহরে চুরেদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন মন্দিরগুলি। একের পর এক চুরি কান্ড সংঘটিত হওয়ায় অতিষ্ঠ সকলে। এখন দেখার বিষয় রাজু সাঁওতাল নামে এই চোরকে জালে তোলার পর চুরি কান্ড বন্ধ করার ক্ষেত্রে অন্যান্য চোরদের জ্বালে তুলতে কতটুকু সাফল্য আসে পুলিশের।
সোনাতলা কালীবাড়িতে চুরি যাওয়া সামগ্রী সহ এক চোরকে জালে তুলল খোয়াই থানার পুলিশ। আটক হওয়া চোরের নাম রাজু সাঁওতাল।
by admin
written by admin
215