Home » রাইমাভ্যালীতে বিরোধী দলের ভাঙ্গন অব্যাহত

রাইমাভ্যালীতে বিরোধী দলের ভাঙ্গন অব্যাহত

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া- নতুন বছরের শুরুতেই ঝড়ো ইনিংস শুরু করেছে শাসক দল বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল। শুরু হয়েছে দলবদলের পালা। রাইমাভ্যালীতে ক্রমশ জমি হারাচ্ছে সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রা মথা।রীতিমতো তছনচ হয়ে যাচ্ছে একের পর এক বিরোধী শিবির। শুক্রবার রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগ পৃথক দুটি বাজার সভায় ১৪৯ পরিবারের ৪৩৩ জন ভোটার সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিন দুপুরে প্রথম সভাটি অনুষ্ঠিত হয় জগবন্ধু বাজারে। সেখানে সিপিআইএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ১১৮ পরিবারের ৩১৩ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় গন্ডাছড়া বাজারে। সেখানে সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ৩১ পরিবারের ১২০ জন ভোটার বিজেপির পতাকা তুলে সামিল হন। উক্ত দুটি সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং,জনজাতি মোর্চা রাজ্য সহ-সভাপতি পতিরাম ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, কৃষান মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা প্রমুখরা ।সেখানে সাংসদ রেবতী ত্রিপুরা তার ভাষনে বলেন সিপিআইএম এবং কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে। তাই একে অপরের হাত ধরেও কত নির্বাচনে এদের ভরাডুবি হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে এদের জামানত জব্দ করতে হবে। তিনি বলেন বিজেপি ভিন্ন ধরনের পার্টি। বিজেপির সরকার আছে বলেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিটিং মিছিলে হাঁটতে হয় না। সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। আগে মানুষ সরকারের না থাকা নেতাদের বাড়িত বাড়ি গিয়ে নিজের সময় থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট করে দিত। এখন মানুষের কাছে সরকারের জনপ্রতিনিধি সোজা চলে যায় মানুষের কাছে এটাই মোদি সরকারের পার্থক্য।

You may also like

Leave a Comment