প্রতিনিধি, উদয়পুর :-
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতিদের সার্বিক উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছেন। তারই ফলস্বরুপ প্রধানমন্ত্রী জনমন যোজনার মাধ্যমে রিয়াং সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, স্থায়ী অর্থ উপার্জন সহ মোট ১১ টি প্রকল্পের মাধ্যমে এই সম্প্রদায়ের উন্নয়নের জন্য মোট ২৪ হাজার ১ শত ৪ কোটি টাকা সারা দেশের জন্য ব্যয় করা হচ্ছে এবং ২০২৪ সালের মধ্যে এই প্রকল্প গুলি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হল যে সমস্ত রিয়াং এলাকা জাতীয় সড়ক থেকে বিচ্ছিন্ন রয়েছে এই এলাকাগুলিকে জাতীয় সড়কের সাথে সংযোগ করা। তারই অঙ্গ হিসাবে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশকিছু রাস্তা রয়েছে। যেগুলো জাতীয় সড়ক থেকে বিচ্ছিন্ন । তার মধ্যে পূর্ব মগপুস্করনী ভিলেজের অন্তর্গত হাসুপাড়া থেকে অবনী রিয়াং পাড়া রাস্তার সংস্কার এবং পাকা রাস্তায় রূপান্তরিত করা, গর্জি তৈনানী রাস্তা থেকে বড়বাড়ি পর্যন্ত রাস্তাকে পাকা রাস্তায় রূপান্তরিত করা। পূর্ব গর্জিছাড়া ভিলেজের অন্তর্গত বলিন্দ রিয়াং বাড়ি থেকে আকুরাই রিয়াং বাড়ি পর্যন্ত এবং গর্জি রাস্তা থেকে তৈনানী রাস্তা পর্যন্ত রাস্তাকে সংস্কার এবং পাকা রাস্তার রূপান্তরিত করা। তৎসঙ্গে পূর্ব দক্ষিণ মহারানী ভিলেজের অন্তর্গত অমরপুর রাস্তা থেকে লামপ্রাহাম পাড়ার রাস্তা পর্যন্ত পাকা রাস্তায় রূপান্তরিত করা। এই নিয়ে পি ডব্লিউ ডি এবং আরডি দপ্তরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে রাস্তা গুলি পরিদর্শন করেন বিধায়ক অভিষেক দেবরায়। খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তা গুলি করে দেওয়া হবে বলে এলাকাবাসীকে আশ্বাস প্রদান বিধায়ক অভিষেক দেবরায়।