প্রতিনিধি মোহনপুর:-সিধাই থানাধীন বিভিন্ন এলাকায় গাঁজা বিরোধী অভিযান জারি রাখল পুলিশ। শনিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে কাটাছড়া ও মনতলা এলাকায় গাঁজা বিরোধী অভিযান করে পুলিশ। বিস্তীর্ণ ভূমিতে গড়ে ওঠা গাঁজা বাগান কেটে নষ্ট করে দেয় পুলিশ কর্মীরা। এদিন পুলিশ টিএসআর এবং অন্যান্য আরক্ষা কর্মীরা অবৈধভাবে গড়ে ওঠা গাঁজা বাগানে অভিযান চালায়। মোহনপুর এসডিপিইউ বিজয় সেনের নেতৃত্বে এদিনের এই গাঁজা বিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। সরকারের কঠোর নেশা বিরোধী অবস্থানকে তোয়াক্কা নাকরে এই অঞ্চলে গড়ে উঠেছিল এই গাঁজা বাগান গুলো। অবশেষে পুলিশি অভিযানে এলাকার নেশা কারবারীদের বার্তা দেওয়া হল সরকারের নেশা বিরোধী দৃষ্টিভঙ্গির।