
ধর্মনগর প্রতিনিধি।*ত্রিপুরা থেকে অসমে প্রবেশের মুখে একটি ছয় চাকার কন্টেনার গাড়ি থেকে প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার প্যাকেটজাত শুকনো গাঁজা জব্দ করল বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশ।এ মর্মে চুরাইবাড়ি চেক গেইটের ইনচার্জ প্রণব মিলি জানান যে শনিবার সকালে গোপন খবরের ভিত্তিত্বে পুলিশের নাকা চেকিংয়ে এ সাফল্য আসে।এদিন ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা এনএল(শূণ্য দুই)কিউ(আট এক সাত শূণ্য)নম্বরের একটি ওনলাইন সামগ্রী বহনকারি কন্টেনার গাড়িতে তল্লাশি করলে গাড়ির ভিতর থাকা বিভিন্ন গোপন খোপ থেকে একানব্বই প্যাকেটে ছয়`শ সাঁইত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।যার কালোবাজারী মুল্য পঞ্চাশ লক্ষাধিক টাকার মত হবে।উক্ত অভিযানের সময় গাড়ি চালক অবস্থা বেগতিক দেখে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।পলাতক চালককে ধরতে সবদিকে জাল বিছিয়েছে পুলিশ।এ কান্ডে লরি মালিক সহ পলাতক চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে গতি আনবে পুলিশ।ধারনা করা হচ্ছে গাঁজাগুলো ত্রিপুরার বিশেষ সিন্ডিকেটের হাত ধরে প্রথমে অসমের গুয়াহাটি ও পরে বিহারে পাচারের মতলবে ছিল বিশেষ একটি চক্র।অসম পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার সচেতন মহল।