Home » বিশালগড় বাইপাস সড়কে ছিনতাই কান্ডে গ্রেপ্তার ১

বিশালগড় বাইপাস সড়কে ছিনতাই কান্ডে গ্রেপ্তার ১

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৫ ডিসেম্বর।। অবশেষে পুলিশের জালে উঠেছে বিশালগড় বাইপাস সড়কে ছিনতাই কান্ডের অন্যতম অভিযুক্ত শুভঙ্কর দাস । মধ্যলক্ষীবিলের সুনীল দাসের পুত্র শুভঙ্করকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। এদিন তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ। তার বিরুদ্ধে আইপিসির ৩৪১/৩২৩/৩৮২(বি)/৫০৬/৩৪ ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেছিলো তদন্তকারী অফিসার। আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। মঙ্গলবার রাত থেকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। গত শনিবার রাতে মুড়ি বোঝাই গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে বিশালগড় বাইপাস সড়কে। কংগ্রেস নেতা পুত্র শান্তি রায়ের পুত্রের নেতৃত্বে সমাজদ্রোহীরা এ কান্ড ঘটিয়েছে। পুলিশ এবং সাধারণ জনতার প্রচেষ্টায় গাড়ি এবং গাড়ি চালক উদ্ধার হয়। কিন্তু নগর টাকা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনাস্থলে স্থানীয় কংগ্রেস নেতা শান্তি রায়ের স্কুটি উদ্ধার করেছে পুলিশ। এই স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু শান্তি রায়ের পুত্রকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সরকার এবং শাসক দলকে বদনাম করতেই পরিকল্পিত ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে বিশালগড় বাইপাসে ছিনতাই কান্ড ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর কাজ করছে স্থানীয় কিছু সমাজবিরোধী। ছিনতাই কান্ডের নেপথ্যে যে বিরোধী দলের ষড়যন্ত্র রয়েছে তা দিনের আলোর মতো পরিস্কার। কারণ ঘটনাস্থলে কংগ্রেস নেতার স্কুটি উদ্ধার হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য এবং উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।

You may also like

Leave a Comment