Home » টিএফডিপিসি , ফ্যাক্টরি শ্রমিকদের রাজ্য সম্মেলনে ! সিপিএম এবং মথা্ দল ত্যাগ করে১৬১ ভোটার পদ্মের গেরুয়া শিবিরে।

টিএফডিপিসি , ফ্যাক্টরি শ্রমিকদের রাজ্য সম্মেলনে ! সিপিএম এবং মথা্ দল ত্যাগ করে১৬১ ভোটার পদ্মের গেরুয়া শিবিরে।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি : নরেন্দ্র মোদির হাত ধরে ভারতবর্ষ চলছে উন্নতি এবং অগ্রগতির দিশায় , সেই কর্মযজ্ঞে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে শ্রমিকদের প্রতি রাজ্য সম্মেলনে বার্তা বিধায়ক প্রমোদ রিয়াং এর। আজ শান্তিরবাজার মহকুমায় অন্তর্গত প্রতিছড়ি ড্রপ গেইট বাজারে টিএফডিপিসির রাবার শ্রমিক এবং ফ্যাক্টরি শ্রমিকদের নিয়ে রাজ্য সম্মেলন এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়। আজকের এই রাজ্য সম্মেলনসম্মেলনের মধ্যে দিয়ে জনজাতি মোর্চার রাজ্য কমিটির কনভেনার রবীন্দ্র রিয়াং এর নেতৃত্বে ৬০ পরিবারের ১৬১ভোটার সিপিআইএম এবং তিপ্রা মথা্ দল ত্যাগ করে পদ্মের গেরুয়া শিবিরে শিবিরে যোগ দিলেন। জানা যায় এর মধ্যে কয়েকজন ছিল সিপিএম এবং তিপ্রা মথা্র সামনের সারির নেতা। নবাগতদের গেরুয়া ঝান্ডা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুরো পরিষদের পুরো মাতা স্বপ্না বৈদ্য,পুরো পরিষদের ভাই-চেয়ারম্যান সত্যব্রত সাহা, জনজাতি মোর্চার রাজ্য কমিটির কনভেনার রবীন্দ্র রিয়াং, উত্তর তাকমা ভিলেজ চেয়ারম্যান কৃষ্ণ দেববর্মা, টিএফডিপিসির শ্রমিক সংগঠনের সভাপতি নিখিল বিশ্বাস, আইআইপিএফটি রাজ্য কমিটির সহ-সভাপতি মানিক ত্রিপুরা, মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অসংগঠিত রবার শ্রমিকদের আজকের এই রাজ্য সম্মলনে বিধায়ক প্রমোদ রিয়াং এবং অতিথিরা আলোচনা করতে গিয়ে বলেন বামেদের মতন শ্রমিকদের নিয়ে আমরা রাজনীতি করিনা, শ্রমিকদের মিছিল এবং আন্দোলন করতে হবে না! শ্রমিক এবং দপ্তর একে অপরের পরিপূরক হয়ে বন্ধুত্ব তার স্বরূপ কাজ করতে হবে আমাদের। এতেই আসবে উন্নতি আর অগ্রগতি। জানা যায় বিধায়ক প্রমোদ রিয়াং টিএফড়িপিসি চেয়ারম্যান হওয়ার পর থেকে এই দপ্তরটিকে আরো আরো বেশি উন্নতি শীল করার লক্ষ্যে পামওয়েল, বাজার থেকে রাবার ক্রয় করা , রাবার গাছ দিয়ে উন্নত শীল চেয়ার টেবিল ইত্যাদি তৈরি করা ,আগর বিক্রি করা সহ একাধিক পরিকল্পনা গ্রহণ করছে । তাই আগামী দিন আমাদের সকলের স্নেহপরায়ণ নেতা নরেন্দ্র মোদির ২০২৪-এ তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হয়ে ভারত আমার শ্রেষ্ঠ আসন লাভ করবে।

You may also like

Leave a Comment