Home » পানিসাগর হলি ক্রস স্কুলে পেরেন্টস ডে পালিত।

পানিসাগর হলি ক্রস স্কুলে পেরেন্টস ডে পালিত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
শনিবার উত্তর জেলার পানিসাগর মহকুমা পানিসাগর হলি ক্রস স্কুলে বার্ষিক অনুষ্ঠান ও প্যারেন্টস ডে পালিত হল আড়ম্বর সহকারে। বিকাল সাড়ে চারটায় এই অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগরের এস ডি এম সুভাষ আচার্জী, অতিরিক্ত পুলিশ সুপার জেরমিয়া ডার্লিং, মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা। স্কুলের পক্ষে ফাদার সিমন ফার্নান্দেজ এবং এইচসি ইডি ফাউন্ডেশন এর ফাদার জর্জ জাকব। স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা কালারফুল ব্যান্ডের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়। হলি ক্রস স্কুলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন কেমন করে একটা শিক্ষাপ্রতিষ্ঠান কে বিভিন্ন রাজ্যের মানুষের কাছে জনপ্রিয় করে তোলা যায় তার চেষ্টা করে সফলতার শিখরে উন্নীত হয়েছিলেন তার কাহিনী তুলে ধরা হয়। বর্তমানে ভারতের 18 টি রাজ্যে এই হলি ক্রস স্কুল তাদের শিক্ষা প্রতিষ্ঠানিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে বলে উল্লেখ করা হয়। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জনজাতিদের সাংস্কৃতির ছোঁয়া আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। যেভাবে স্কুলের পক্ষ থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠানগুলি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা হয়। তা দেখে উপস্থিত প্রত্যেকেই স্কুল কর্তৃপক্ষকে প্রশংসা জ্ঞাপন করেছেন।

You may also like

Leave a Comment