Home » বিশালগড়ে নিতিশ কুমারের মন্তব্যের প্রতিবাদ জানান মহিলা মোর্চা

বিশালগড়ে নিতিশ কুমারের মন্তব্যের প্রতিবাদ জানান মহিলা মোর্চা

by admin

প্রতিনিধি,বিশালগড়,
১০ নভেম্বর।।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহিলাদের নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে সারা দেশের সাথে ত্রিপুরার বিভিন্ন মন্ডলের মহিলা মোর্চার সদস্যরা তীব্র প্রতিবাদ জানায় । নীতিশ কুমার পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রনের যে ব্যাখ্যা দিয়েছেন , তা একজন মহিলার আত্মসন্মানে আঘাত করা ছাড়া আর কিছু নয় ।এরকম বিকৃত মস্তিষ্কের মুখ্যমন্ত্রী দেশ তথা রাজ্যের জন্য খুবই বিপদজনক। আগামী প্রজন্মের জন্য খুবই অশনিসংকেত।তাই অবিলম্বে এরকম মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী জানাচ্ছে মহিলা মোর্চার সকল সদস্যরা । বিধানসভার মতো পবিত্র স্থানে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য খুবই নিন্দনীয়। দেশের প্রধানমন্ত্রী ও যেখানে ভারতবর্ষকে ভারত মাতা রূপে পূজা করেন। মহিলাদের সন্মানন জানিয়ে বিভিন্ন প্রকল্প চালু করেছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে দেশের মহিলাদের নিয়ে এমন নিকৃষ্ট মন্তব্যে বরদাস্ত করা যায় না। শুক্রবার বিশালগড় মন্ডল মহিলা মোর্চার সদস্যরা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্তব্যের বিরুদ্ধে তিব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদশর্ন করেন।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও মন্ডল মহিলা মোর্চার বিভিন্ন পদাধীকারি ও সদস্যারা।

You may also like

Leave a Comment