Home » উদয়পুরে একদিনের বিকাশ সভা অনুষ্ঠিত হয়

উদয়পুরে একদিনের বিকাশ সভা অনুষ্ঠিত হয়

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বিকাশ সভা এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয় উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে গোমতি জিলা পরিষদের কনফারেন্স হল ঘরে শুক্রবার দুপুরে । এই বিকাশ সভায় উপস্থিত ছিলেন , গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ প্রমুখ। বিকাশ সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন , রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্প গুলি সাধারণ মানুষ যাতে পেতে পারে তার জন্য বিকাশ মেলা করা হবে এই বছর । সেই সাথে নতুনভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রাও শুরু করা হবে । উদয়পুরে তিনটি জায়গায় করা হবে বিকাশ মেলা ‌। আগামী ২৪ নভেম্বর হরিয়ানন্দ হাই সেকেন্ডারি স্কুলে প্রথম শুরু হবে বিকাশ মেলা। পরবর্তী সময় এই মাসের ২৭ নভেম্বর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় ও ২৯ নভেম্বর রমেশ স্কুলে হবে এই বিকাশ মেলা । সেই সাথে গোমতী জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে উদয়পুর টাউন হলে ডিসেম্বর মাসের দুই তারিখ ‌ । এমনটি জানান উদয়পুরের মহকুমা শাসক । এদিন বক্তারা বলেন , রাজ্যের প্রকল্পে মুখ্যমন্ত্রী চা শ্রমিক যোজনা , যুব যোগাযোগ যোজনা থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন প্রকল্প ও কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন , আয়ুষ্মান ভারত প্রকল্প ও প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা এই সকল সমস্ত ধরনের যোজনা গুলি যাতে সাধারণ মানুষ হাতের কাছে পেতে পারে তার জন্য এই ধরনের মেলা করা হবে গোটা গোমতী জেলায় । তাই এই মেলাকে সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করার জন্য উদয়পুরের সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে শুক্রবার দুপুরে বিকাশ সভা অনুষ্ঠিত হয় জিলা পরিষদের কনফারেন্স হল ঘরে ‌। বিকাশ সভাকে কেন্দ্র করে পৌর পরিষদের ওয়ার্ড কাউন্সিলারদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment