Home » ত্রিপুরায় পাচা‌রের প‌থে বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে ল‌রি বোজাই সা‌ড়ে তিন কো‌টি টাকার নেশা জা‌তিয় কফ সিরাফ জব্দ।আটক দুই।

ত্রিপুরায় পাচা‌রের প‌থে বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে ল‌রি বোজাই সা‌ড়ে তিন কো‌টি টাকার নেশা জা‌তিয় কফ সিরাফ জব্দ।আটক দুই।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
চার দি‌নের মাথায় ফের নেশা বি‌রো‌ধি অ‌ভিযা‌নে বড়সড় সাফল‌্য পেল বাজা‌রিছড়া থানাধীন চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্টের পু‌লি‌শ।শ‌নিবার কাক‌ভো‌রে গোপন খব‌রের ভি‌ত্তি‌ত্বে স্থানীয় পু‌লিশের ইনচার্জ প্রণব মি‌লি দলবল নি‌য়ে ব‌হির্রাজ‌্য থে‌কে অসম পে‌রি‌য়ে ত্রিপুরার প্রবে‌শের মু‌খে ইউ‌পি(আট শূণ‌্য)ডি‌টি(শূণ‌্য চার নয় নয়)নম্ব‌রের এক‌টি বা‌রো চাকার টাইলস বোজাই ল‌রি‌তে তল্লা‌শি‌ কর‌লে গা‌ড়ির ভিতর থে‌কে দুশ প‌নে‌রো কার্টু‌নে আট‌ত্রিশ হাজার দুশ বোতল নেশা জা‌তিয় কফ সিরাফ উদ্ধার হয়।যার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক সা‌ড়ে তিন কো‌টি টাকার মত হ‌বে।এ কা‌ন্ডে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ল‌রি চালক ও সহ চলক‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে চন্দ্রশেখর তেওয়ারী ও রামসাগর তেওয়ারী।উভ‌য়ের বা‌ড়ি উত্তরপ্রদে‌শে।ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ।প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে এ রু‌টে কয়‌দিন পর পর নেশা সামগ্রী সহ অ‌বৈধ সামগ্রী ধরা পড়‌লেও নেশাকারবা‌রিরা কিছু‌তেই বা‌গে আস‌ছে না।এ‌তে বিস্ময় প্রকাশ ক‌রে‌ছেন এলাকার স‌চেতন মহল।

You may also like

Leave a Comment