Home » চুরি করা গাড়ি নিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পরল দুই যুবক।

চুরি করা গাড়ি নিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পরল দুই যুবক।

by admin

চুরি করা গাড়ি নিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পরল দুই যুবক। ধূতরা হল জেন্টসপার দেববর্মা এবং বেরিতন দেববর্মা। জেম্সপার দেববর্মার বাড়ি সিদাই থানাধীন বড়গাছিয়া এলাকায় এবং বেরিতনের বাড়ি একই থানাধীন পরিতকমাগাছি এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় যে গতকাল আগরতলা থেকে চুরি করে নিয়ে আসা AS 01 BN8500 গাড়িটি খোয়াই অভিমুখে আসার সময় খোয়াই থানার পুলিশের হাতে ধরা পড়ে। পরবর্তী সময়ে গাড়িতে তল্লাশি চালিয়ে উক্ত গাড়ি থেকে ৫০ কেজি গাজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ চুরি এবং NDPS দ্বারায় মামলা গ্রহণ করে। ঘটনাকে কেন্দ্র করে ত্বীব চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই মহকুমা জুড়ে। এই প্রসঙ্গে মহকুমার পুলিশ আধিকারিক পূষণ কান্তি মজুমদার বলেন নেশার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার সংকল্প নিয়ে কাজ করে চলেছে পুলিশ প্রশাসন। নেশা ব্যবসার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রতি সংস্কৃতির শহর খোয়াইয়ে নেশা কারবারিদের দৌরাত্ম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যদিও খোয়াই জেলা পুলিশ প্রশাসন নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এবং সাফল্যও পাচ্ছে। সচেতন মানুষের অভিমত পুলিশের অভিযানের পাশাপাশি যুব সমাজের মধ্যে আরো বেশি করে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।

You may also like

Leave a Comment