Home » জয়রাম মুদিপাড়ায় ৮০ জন ভোটার বিজেপিতে যোগদান করেন

জয়রাম মুদিপাড়ায় ৮০ জন ভোটার বিজেপিতে যোগদান করেন

by admin

প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়া বিধানসভার জয়রাম মুদিপাড়া এলাকায় তিপ্রা মথার ঘরে হাত দিল বিজেপি। এক যোগদান সভাতে ৮০ জন ভোটার সিপিআইএম এবং মথা ছেড়ে বিজেপি দলে যোগদান করেন।
গ্রেটারি পোল্যান্ড আর থানচার চটপটা যে স্বপ্ন দেখেছিলেন প্রদ্যুৎ কিশোর তা ধীরে ধীরে ভঙ্গ হতে শুরু হয়েছে জনজাতি এলাকাতে। মানুষ মথার বিভ্রান্তিকর পথ ছেড়ে উন্নয়নের দিকে এগিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন। শুক্রবার লেফুঙ্গা ব্লক এলাকার অন্তর্গত জয়রাম মুদিপাড়ায় জনজাতি মোর্চার উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভাতে তিপ্রা মথা এবং সিপিআইএম দল ছেড়ে ভোটাররা যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের বক্তব্য এলাকার, পরিবারের এবং দেশের উন্নয়নের স্বার্থে উনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এছাড়াও বিগত দিনে তিপ্রা মাথা এবং সিপিআইএম ভুল বুঝিয়ে উনাদের দলে নিয়েছিলেন বলে অভিযোগ করেন নবাগতরা। এদিনের যোগদান সভাতে জনজাতি মোর্চার পশ্চিম জেলা সভাপতি রঞ্জিত দেববর্মা নবাগতদের স্বাগত জানানোর পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেভাবে উন্নয়ন মুখি কাজ করে যাচ্ছে তার প্রশংসা করেন। অন্যদিকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস দাবি করেন জনজাতি এলাকার আক্ষরিক অর্থে এবং স্থায়ী উন্নয়ন করতে হলে একমাত্র বিজেপির উপর আস্থা রাখতে হবে। কারণ বিজেপি দল রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার পর পাহাড় থেকে সমতল এক যুগে উন্নয়নমূলক কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নিলেন বিজেপি দলের নেতৃত্বরা।

You may also like

Leave a Comment