ধর্মনগর
এবার যাত্ৰী সেজে গাঁজা পাচার করতে গিয়ে বাজারিছড়া থানার চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে অসমের গুয়াহাটির উদ্দেশ্যে যাত্ৰা করা এস-০১-জেসি-০৯৭৯ নম্বরের একটি নৈশ বাস চুরাইবাড়ি নাকা পয়েন্টে পুলিশে পৌছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে পুলিশ।এতে উক্ত ব্যক্তির ব্যাগ থেকে ৭টি প্যাকেটে ৬ কেজি ৭৭৬ গ্রাম সন্দেহযুক্ত গাঁজা উদ্ধার হয়।যার কালোবাজারী মুল্য আনুমানিক ৭০ হাজার টাকার মত হবে।ধৃতের নাম সুধাকর কুমার।বাড়ি বিহার রাজ্যে।পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে। কিভাবে আগরতলা থেকে চুরাই বাড়ির পর্যন্ত এতটি পুলিশ থানার নাকের ডগা পেরিয়ে এসে ত্রিপুরা অতিক্রম করে আসামে পৌঁছে আসাম গেইটে ধরা পড়ল আসাম পুলিশের হাতে।
এবার যাত্ৰী সেজে গাঁজা পাচার করতে গিয়ে বাজারিছড়া থানার চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি।
147