Home » গ্রাম বাসিদের সক্রিয়তায় প্রচুর পরিমাণে ড্রাগস এবং নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া পুলিশ

গ্রাম বাসিদের সক্রিয়তায় প্রচুর পরিমাণে ড্রাগস এবং নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া পুলিশ

by admin

গ্রাম বাসিদের সক্রিয়তায় প্রচুর পরিমাণে ড্রাগস এবং নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার এলাকায় সোমবার সন্ধ্যানাগাদ। ঘটনার বিবরণে জানাযায় তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ ড্রাগস সেবন ও বিক্রির একটা চক্র কাজ করে আসছিল। সোমবার এলাকাবাসী এক ড্রাগস সেবনকারীকে আটক কারিকে আটক করে খবর দেয় তেলিয়ামুড়া পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই ড্রাগস সেবনকারী ব্যাক্তির কাছ থেকে বিক্রেতার সন্ধ্যান পায় পুলিশ। যথারীতি পুলিশ অভিযান চালায় অজিত দেববর্মা নামে এক যুবকের বাড়িতে। সেখান থেকে কিছু নগদ অর্থ ও খালি ড্রাগসের কৌটা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি অজিত দেববর্মার ভাই রঞ্জিত দেববর্মার ঘরে তল্লাশি চালিয়ে নগদ ১৬৯৩২০ টাকা ও ৩৯ কৌটা ড্রাগস উদ্ধার করে। অবৈধ ব্যবসার সাথে জরিত থাকার কারনে রঞ্জিত দেববর্মাকে আটক করে পুলিশ । পুলিশ একটি এনডি পি এস মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা।

You may also like

Leave a Comment