Home » বাড়িতে জোর করে ঢুকে, ছুরি দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ হায়দরাবাদে

বাড়িতে জোর করে ঢুকে, ছুরি দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ হায়দরাবাদে

by admin

জোর করে বাড়িতে ঢুকে, খুনের হুমকি দিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তেলঙ্গানার হায়দরাবাদে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মীরপেট থানা এলাকার নন্দনবনম কলোনিতে।

পুলিশ সূত্রে খবর, ওই দিন রাতে আট জনের এক দল দুষ্কৃতী কিশোরীর বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেই সময় তার এক আত্মীয়ার সঙ্গে ঘুমোচ্ছিল কিশোরী। অভিযোগ, দুষ্কৃতীরা ঘরে ঢুকেই কিশোরী এবং তার আত্মীয়াকে ছুরি দেখিয়ে শাসাতে থাকে। চিৎকার করলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।

এর পরই আত্মীয়ার সামনে থেকে কিশোরীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়ির ছাদে তাকে গণধর্ষণ করে করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা সকলেই মত্ত অবস্থায় ছিল। বাঁচার জন্য কিশোরী চিৎকার করতেই আশপাশের লোকজন ছুটে আসেন। তখন কিশোরীর বাড়ি ছেড়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ওই দলে কয়েক জন এমন দুষ্কৃতী ছিল, যাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা চলছে।

You may also like

Leave a Comment