ধর্মনগর ২১ আগস্ট ঃ আবারো উত্তর জেলার পুলিশ সুপারের গোপন খবরের ভিত্তিতে দশ কোটি টাকার হেরোইন উদ্ধার চুরাইবাড়িতে। সাথে আটক একটি বলেরো গাড়ি সহ তিন পাচারকারী। জানা যায়, সোমবার ভোরে আসামের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে পুলিশ চেকিং পার হয়ে MN 01 AK 3139 নম্বরের একটি বলেরো গাড়ি রাজ্যে প্রবেশ করে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আসলেই গাড়িটিতে তল্লাশি করে পুলিশ। আর তল্লাশিতে বলেরো গাড়ির উপরে গোপন চেম্বার থেকে একশোটি সাবানের বাক্সে মোট ১ কেজি ৩ শো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এই নেশা পাচারের খবর আগেই ছিল জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে। সেই মোতাবেক পুলিশ সুপারের উপস্থিতিতে ভোরে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে অভিযানে নামে পুলিশ। আর এই অভিযানে পুলিশের বিশাল সাফল্য উঠে আসে। পুলিশ সুপার জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গত ১৯ আগস্ট থেকে রাজ্যের চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত ১৬ টা নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। যার ফলে রাজ্যে বিভিন্ন এলাকায় চলছে নেশা বিরোধী অভিযান চলছে। তিনি বলেন, সোমবার ভোরে নাকা চেকিং এর সময় এই গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হলে গাড়ির উপরে গোপন চেম্বার থেকে বিশাল মাত্রায় হেরোইন উদ্ধার হয় এবং তার সাথে তিন জনকে আটক করা হয়েছে। ধৃতরা হল আবদুল আলি, সমর কৃষ্ণ দাস এবং প্রসেঞ্জিত দাস। তাদের উভয়ের বাড়ি রাজ্যের সিপাহী জেলার বক্সনগরে। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য দশ কোটি টাকা হবে বলে তিনি জানিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে সোমবার জেলা আদালতে প্রেরণ করা হবে।
156
next post