Home » গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী

গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।। স্ত্রী’কে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানাধীন নেহালচন্দ্র নগরে। সেখানকার ধনছড়ির বাসিন্দা মধু দাস তার স্ত্রী রুমা দাসকে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ । জানা যায়, ১৫ বছর আগে পুরাথল রাজনগরের রুমা দাসকে বিয়ে করেছিলো মধু। তাদের সংসারে এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। কিন্তু সাংসারিক ঝামেলা তাদের নিত্যসঙ্গী ছিল। বৃহস্পতিবার সকালে পারিবারিক বিবাদ চরম আকার ধারণ করলে নিজের সহধর্মিণীর শরীরে আগুন ধরিয়ে দেয় নরাধম মধু দাস। দগ্ধ রুমা দাসকে বিশালগড় মহকুমা হাসপাতালে নেয়া হলে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালের বার্ন ওয়ার্ডে জীবন মরনের যুদ্ধে হার মানে গৃহবধূ রুমা। মৃত গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আইপিসির ৪৯৮(এ)/ ৩০২ ধারায় মামলা গ্রহণ করে অভিযুক্ত মধু দাসকে গ্রেপ্তার করেছে। ওসি শিউলি দাস জানান, শুক্রবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

You may also like

Leave a Comment