Home » ধর্মনগর আইএসবিটি থেকে তিনজন পুরুষ তিনজন মহিলা সহ ৬ বাংলাদেশী আটক।

ধর্মনগর আইএসবিটি থেকে তিনজন পুরুষ তিনজন মহিলা সহ ৬ বাংলাদেশী আটক।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আজ অর্থাৎ সোমবার ধর্মনগর আই এস বি টি থেকে সচেতন সাধারণ নাগরিকরা পুলিশকে খবর দিয়ে তিনটি বাচ্চা সহ মোট ৯ জন বাংলাদেশীকে ধরিয়ে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে রবিবার ভোররাত ৩ঃ০০ টার দিকে তারা অবৈধভাবে বিলোনিয়াতে প্রবেশ করে। আজ বিলোনিয়া থেকে আগরতলা আসে এবং আগরতলা থেকে ধর্মনগর আসে। ধর্মনগরে এসে আইএসবিটি তে বাস ধরতে যায়। সেখানে সাধারণ মানুষের সন্দেহ হওয়ায় তারা এদেরকে আটক করে ধর্মনগর থানায় খবর দেয়। ধর্মনগর থানার পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানার ওসি শিবুরঞ্জন দে জানিয়েছেন তাদের কাছে কোন সঠিক ভারতীয় ডকুমেন্ট নেই। এবং তারা স্বীকার করেছে তাদের বাড়ি বাংলাদেশের কোথায়। একজন দালাল দিলওয়ার প্রত্যেকের কাছ থেকে সাত হাজার টাকা করে নিয়ে বাংলাদেশ থেকে এদেরকে বিলোনিয়া সীমান্ত দিয়ে ত্রিপুরাতে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। যারা বাংলাদেশী বলে ধরা পড়েছে তারা হলো সারবিন বেগম এবং বিল্লাল শেখ এদের বাড়ি বাংলাদেশের নড়াই এরা দুজন স্বামী-স্ত্রী, মোহাম্মদ সাহেব আলী বাড়ি বাংলাদেশের নরাই, চয়নিকা বেগম বাড়ি বাংলাদেশের জুগাইনা তিন বছরের মেয়ে, হাসি বেগম বাড়ি বাংলাদেশের জুগাইনা পাঁচ বছরের মেয়ে, তনু শেখ বাড়ি বাংলাদেশের ডুমরিয়া। তারা ভারতের আহমেদাবাদ শহরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানায়। তাদের মধ্যে বিল্লাল শেখের একটা পা নেই এবং সে ক্যান্সারে আক্রান্ত। ভারতের চিকিৎসা করবে বলে ভারতে চিকিৎসা করবে বলে তার পরিকল্পনা ছিল।

You may also like

Leave a Comment